ভেড়ামারায় আ.লীগ নেতা হত্যার ২৪ ঘণ্টা পেরোলেও মামলা হয়নি, গ্রেপ্তারও নেই

আওয়ামী লীগ নেতা সিদ্দিকুর রহমান
ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার ভেড়ামারার চাঁদগ্রামে গুলি করে আওয়ামী লীগ নেতা সিদ্দিকুর রহমানকে হত্যার ঘটনায় আজ শনিবার দুপুর ১২টা পর্যন্ত থানায় মামলা হয়নি। ঘটনার ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও পুলিশ এ হত্যায় জড়িত কাউকে আটক করতে পারেনি।

পুলিশ বলছে, নিহত ব্যক্তির পরিবার থেকে এখনো কোনো এজাহার জমা দেয়নি। তবে আজ বিকেলের মধ্যে মামলা হতে পারে বলে পুলিশ ও সিদ্দিকুরের পরিবার সূত্রে জানা যায়।

গতকাল শুক্রবার সকাল সাড়ে আটটায় চাঁদগ্রাম ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমানকে দুর্বৃত্তরা গুলি করে হত্যা করে। এ সময় তাঁর আপন তিন ভাই ও এক ভাতিজা গুলিবিদ্ধ হন।

নিহত ব্যক্তির পরিবারের অভিযোগ, ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিরোধের জেরে জাসদ মনোনীত চেয়ারম্যান ও জাসদ নেতা আবদুল হাফিজ এ ঘটনা ঘটিয়েছেন। তবে হাফিজ অভিযোগ অস্বীকার করেন। গতকাল সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগ সন্ত্রাসীদের গ্রেপ্তারে পুলিশ প্রশাসনকে ২৪ ঘণ্টা সময় বেঁধে দেয়।
গতকাল রাত নয়টার দিকে নিহত ব্যক্তির লাশ চাঁদগ্রামের কবরস্থানে দাফন করা হয়েছে। পরিবার থেকে জানানো হয়েছে আজ যেকোনো সময় থানায় তারা হত্যা মামলার এজাহার জমা দেবে।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবর রহমান আজ দুপুর ১২টায় প্রথম আলোকে বলেন, নিহত ব্যক্তির পরিবার থেকে এখনো মামলা দেয়নি। হয়তো বিকেলের মধ্যে মামলা হয়ে যাবে। জড়িত ব্যক্তিদের ধরতে পুলিশের একাধিক দল সম্ভাব্য সব জায়গায় অভিযান চালিয়েছে কিন্তু তাদের পাওয়া যায়নি। আশা করা যাচ্ছে খুব শিগগির কয়েকজনকে আটক করা সম্ভব হবে।

মজিবর রহমান আরও বলেন, চাঁদগ্রামের মোড়ে মোড়ে পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি পুরো পুলিশের নিয়ন্ত্রণে।

আরও পড়ুন