ভেড়ামারায় প্রকাশ্যে যুবককে কোপাল সন্ত্রাসীরা

আহত রিপন
ছবি: প্রথম আলো

কুষ্টিয়ার ভেড়ামারা শহরে প্রকাশ্যে রিপন (২৮) নামের এক যুবককে কুপিয়ে গুরুতর আহত করেছে সন্ত্রাসীরা। আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে ভেড়ামারা বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার সময় স্থানীয় জনতা সায়েম (২০) নামের এক তরুণকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন। সায়েম উপজেলার চাঁদগ্রামের বাসিন্দা সোহেল রানার ছেলে। আর আহত রিপন চাঁদগ্রাম মধ্যপাড়ার বাসিন্দা নুরুজামানের ছেলে। পুলিশ বলছে, পূর্বশত্রুতার জেরে এ হামলার ঘটনা ঘটেছে। আহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে থানায় মামলা নেওয়া হবে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, রিপন ভেড়ামারা শহরের নওদাপাড়ায় তাঁর নানার বাড়িতে বেড়াতে এসেছিলেন। আজ দুপুরে বাড়িতে যাওয়ার জন্য তিনি ভেড়ামারা বাসস্ট্যান্ডে যান। সেখানে সিএনজিতে চাঁদগ্রামে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় পেছন থেকে ১০ থেকে ১৫ জনের একদল সন্ত্রাসী দেশীয় ধারালো অস্ত্র নিয়ে তাঁর ওপর হামলা চালায়। তারা রিপনের দুই পায়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। তাঁর চিৎকারে স্থানীয় জনতা ছুটে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এ সময় সায়েম নামের একজনকে জনতা আটক করেন। খবর পেয়ে ভেড়ামারা থানা-পুলিশ ঘটনাস্থলে যায়।

প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, ধারালো অস্ত্রের আঘাতে আহত রিপনের বাঁ পা গুরুতর জখম হয়েছে। তা ছাড়া ডান পা, দুই হাত, মাথা ও পিঠে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন আছে। রিপনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে হামলার খবর চাঁদগ্রামে ছড়িয়ে পড়লে উভয় পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা তৈরি হয়। ইটপাটকেল নিক্ষেপ ও গোলাগুলির ঘটনা ঘটে বলে স্থানীয়ভাবে জানা গেছে। পুলিশ গিয়ে সেখানকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গ্রামে অভিযান চালিয়ে চারজনকে আটক করে থানায় নিয়ে এসেছে পুলিশ। এ ছাড়া ভেড়ামারা শহরের ঘটনায় আরও একজনকে আটক করে। বর্তমানে আটক ছয়জনকে ভেড়ামারা থানায় রাখা হয়েছে।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবুর রহমান বলেন, ‘পূর্বশত্রুতার জের ধরে এ হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। এলাকায় পুলিশের টহল বাড়ানো হয়েছে। চাঁদগ্রামে উত্তেজনা সৃষ্টি হলে পুলিশ গিয়ে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। এ ঘটনায় মামলা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে গোলাগুলির ঘটনার বিষয়ে তেমন কিছু জানা নেই।’