ভৈরবে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ২

লাশ
প্রতীকী ছবি

কিশোরগঞ্জের ভৈরবে দুই পক্ষের সংঘর্ষে দুজন নিহত এবং উভয় পক্ষের অন্তত ৪০ জন আহত হয়েছেন। উপজেলার আগানগর ইউনিয়নের খলাপাড়া গ্রামে আজ শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত চলা সংঘর্ষে হতাহত হওয়ার এ ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন মকবুল হোসেন (৪০) ও পাভেল শেখ (১৭)।

স্থানীয় সূত্রে জানা গেছে, খলাপাড়া গ্রামে বোধাই ব্যাপারীর বাড়ির একটি গোষ্ঠী আছে। ওই গোষ্ঠীর লোকজন দুই ভাগে বিভক্ত হয়ে জীবন যাপন করে। এক পক্ষের নেতৃত্ব দেন ওই বংশের আক্কাস আলী। অপর অংশের নেতৃত্বে আছেন একই বংশের আক্তার মিয়া। আক্কাস আগানগর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি। আক্তার স্থানীয়ভাবে আওয়ামী লীগের একজন সমর্থক হিসেবে পরিচিত। এলাকায় আধিপত্য ধরে রাখা নিয়ে দুই পক্ষের মধ্যে কয়েক মাস আগে থেকে নতুন করে উত্তেজনা বাড়ে। এই অবস্থায় আক্কাস আধিপত্য ধরে রাখতে তাঁর সমর্থক বাড়ানোর পরিকল্পনা করেন।

পরিকল্পনার অংশ হিসেবে কিছুদিন আগে ইউনিয়নটির লুন্দিয়া, খলাপাড়া ও চরপাড়ার লাগোয়া কিছু বাড়ি নিয়ে নতুন গোষ্ঠীর সৃষ্টি করেন। গোষ্ঠীটির নাম দেওয়া হয় শেখবাড়ি। প্রতিষ্ঠার পর থেকে ওই গোষ্ঠীর লোকজন আক্কাসের অনুগত হয়ে চলাফেরা করছিলেন। অন্যদিকে, আক্তারও সমর্থক বাড়ানোর চেষ্টা করেন। তাঁর হয়ে শক্তি প্রদর্শনে যুক্ত হন লুন্দিয়া গ্রামের সাবেক ইউপি সদস্য মিন্নত আলী, লোকমান সিকদার, পাগলবাড়ি ও মেনা বাড়ির বেশির ভাগ মানুষ।

আজ সকাল ১০টার দিকে খলাপাড়া এলাকায় উভয় পক্ষের কয়েকজন কথা-কাটাকাটিতে জড়ান। মুহূর্তেই এই খবর দুই পক্ষের সমর্থকদের মধ্যে ছড়িয়ে পড়ে। ৩০ মিনিটের মধ্যে উভয় পক্ষের সহস্রাধিক মানুষ লাঠিসোঁটা, দা, বল্লম নিয়ে খলাপাড়ার মেঘনা নদীর পাড়ে জড়ো হন। সংঘর্ষ চলাকালে দুপুর ১২টার দিকে প্রথমে বুকে বল্লমবিদ্ধ হন আক্কাসপক্ষের মকবুল। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। মকবুল খলাপাড়া গ্রামের বাসিন্দা।

বেলা একটার দিকে বল্লমবিদ্ধ হন একই পক্ষের পাভেল শেখ। পাভেলও ঘটনাস্থলে মারা যান। পাভেলের বাড়ি লুন্দিয়া গ্রামে।

আহত ব্যক্তিদের মধ্যে আক্কাসপক্ষের ১২ জনকে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আক্তারপক্ষের লোকজন ভৈরবের বিভিন্ন বেসরকারি হাসপাতাল থেকে চিকিৎসা নিচ্ছেন।

হাসপাতালে কথা হয় মকবুল হোসেনের স্ত্রী শেফালি বেগমের সঙ্গে। তিনি বলেন, ‘ঝগড়ার কথা শুনে আমার স্বামী ঘর থেকে বের হয়ে যান। কার সঙ্গে কার ঝগড়া হচ্ছে এবং কেন হচ্ছে, এসবের কিছু না জেনেই দৌড়াতে থাকেন।’

একটি গোষ্ঠীর নেতৃত্ব দেওয়া আক্কাস আলীর ভাষ্য, ‘আক্তার এলাকায় একক প্রভাব বিস্তার করে চলতে চান। তাঁর পক্ষের লোকজনের অত্যাচারে এলাকায় এখন আর স্বাভাবিক অবস্থা নেই। এই অবস্থায় আমরা চেয়েছিলাম এলাকায় ভারসাম্য ফিরিয়ে আনতে। আজ কোনো কারণ ছাড়া আক্তারপক্ষ আমার লোকজনের ওপর হামলা চালায়। তাদের হামলায় আমার পক্ষের দুজন মারা গেছেন।’

অভিযোগের বিষয়ে আরেকটি গোষ্ঠীর নেতৃত্বে থাকা আক্তার মিয়ার ভাষ্য, ‘এলাকা যেন আক্কাস ছাড়া আর কারও নাম না থাকে, সেই ভাবনা নিয়ে রাজনীতি করে আসছেন আক্কাস। সে কারণে বিভিন্ন এলাকার মানুষ নিয়ে তিনি একটি বলয় সৃষ্টি করেছেন। বলয়ের লোকজন ঝগড়া করার অছিলা খুঁজছিলেন। আজ সকালে তেমন কোনো কারণ ছাড়াই আক্কাসপক্ষ আমার লোকজনের ওপর হামলা চালায়। তখন আমার লোকজন প্রতিরোধ করার চেষ্টা করে।’ আক্তারের দাবি, মারা যাওয়া দুই ব্যক্তি তাঁদের হামলায় নয়, নিজ পক্ষের ছোড়া বল্লমের আঘাতে মারা যান।

সংঘর্ষের খবর পাওয়ার পর ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। তিনি বলেন, পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে আছে। অপ্রীতিকর পরিস্থিতি ঠেকাতে এলাকায় পুলিশ রাখা আছে।