ভৈরবে কাপড় ব্যবসায়ীর টাকা ছিনতাই, রাতেই আটক ৪

অপরাধ
প্রতীকী ছবি

কিশোরগঞ্জের ভৈরবে এক কাপড় ব্যবসায়ীর কাছ থেকে ১ লাখ ১৪ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে ভৈরব বাজারে এ ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজন দুই ছিনতাইকারীকে ধরে পুলিশে দেন।

রাতেই অভিযান চালিয়ে আরও দুই ছিনতাইকারীকে আটক করে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন মো. শাওন (২৪), রূপক মিয়া (২৪), রিয়াদ মিয়া (২০) ও মো. কাউসার (১৮)। তাঁরা পৌর শহরের ভৈরবপুর এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, বুধবার ভৈরবের হাটবার। এ জন্য পাইকারি কাপড় কেনার জন্য পাশের উপজেলার ব্যবসায়ীরা ভৈরবে আসেন। কুমিল্লার লাকসাম থেকে হাসান মাহমুদ নামের এক কাপড় ব্যবসায়ী ট্রেনে ভৈরব স্টেশনে আসেন গতকাল মঙ্গলবার দিবাগত রাত দুইটায়। তখন তিনি একটি সিএনজিচালিত অটোরিকশা নিয়ে বাজারে যাচ্ছিলেন। পথে ছিনতাইকারীদের কবলে পড়েন। টাকা নিয়ে পালিয়ে যাওয়ার সময় পাহারাদাররা রিয়াদ ও কাউসারকে ধরে ফেলেন।

ভুক্তভোগী হাসান মাহমুদ বলেন, ছিনতাইকারীরা আসে অটোরিকশায় করে। চালকসহ পাঁচজন ছিল। দুজনকে ধরা গেলেও তাঁর টাকা উদ্ধার করা যায়নি।

ভৈরব থানার জ্যেষ্ঠ উপপরিদর্শক (এসআই) আবদুর রহমান বলেন, অভিযান চালিয়ে পুলিশ রূপক ও শাওনকে আটক করে। রূপকের বিরুদ্ধে একটি হত্যাসহ আটটি এবং শাওনের বিরুদ্ধে চারটি মামলা আছে। তাঁরা দুজনই চিহ্নিত ছিনতাইকারী।