ভৈরবে নিখোঁজের এক মাস পর বৃদ্ধার লাশ মিলল বিলে

লাশ
প্রতীকী ছবি

কিশোরগঞ্জের ভৈরবে নিখোঁজের এক মাসেরও বেশি সময় পর জোহরা বেগম (৭০) নামের এক বৃদ্ধার লাশ পাওয়া গেছে। আজ বুধবার সকালে পৌর শহরের কমলপুর এলাকার সাতমুখীর বিল থেকে লাশটি উদ্ধার করা হয়।

জোহরা বেগম ভৈরব পৌর শহরের আ. রশিদের স্ত্রী। বাড়ি থেকে তিনি নিখোঁজ হন গত ২ ডিসেম্বর।

পুলিশ ও বৃদ্ধার পরিবারের সদস্যরা জানান, জোহরা পরিবারের সদস্যদের সঙ্গে বাড়িতে থাকতেন। ২ ডিসেম্বর দুপুরের পর থেকে তাঁকে আর পাওয়া যাচ্ছিল না। এই অবস্থায় জোহরার নিখোঁজ থাকার তথ্য জানিয়ে গত ৬ ডিসেম্বর ভৈরব থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। আজ সকালে বিলের কচুরিপানার নিচে তাঁর গলিত লাশ দেখতে পান জেলেরা। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। জোহরার মেয়ে মমতা বেগম থানায় লাশটি শনাক্ত করেন।

মমতা বলেন, তাঁর মায়ের কিছুটা মানসিক সমস্যা ছিল।

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন বলেন, মরদেহ পচে গেছে। মনে হচ্ছে বেশ কিছুদিন আগের মৃতদেহ এটি।