ভোট দিয়ে প্রধান দুই প্রার্থী যা বললেন

সিরাজগঞ্জ-১ আসনের উপনির্বাচনে ভোট দিতে নারীদের দীর্ঘ সারি। ছালাভরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, মাইজবাড়ি ইউনিয়ন, কাজীপুর, সিরাজগঞ্জ, ১২ নভেম্বর
প্রথম আলো

সিরাজগঞ্জ-১ (কাজীপুর ও সদর উপজেলার আংশিক) আসনের উপনির্বাচনের বিএনপি প্রার্থী মো. সেলিম রেজা বলেছেন, ‘নির্বাচনের সুষ্ঠু পরিবেশ থাকলে তাঁরা নির্বিঘ্নে ভোট দিতে পারতেন। আমরা প্রতিটি কেন্দ্রে এজেন্ট দেওয়ার জন্য তালিকা তৈরি করেছিলাম এবং সেটি নির্বাচন অফিসে জমা দেওয়া হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত এজেন্ট দেওয়া সম্ভব হয়নি। কয়েকটি কেন্দ্রে এজেন্ট দেওয়া হলেও ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা তাঁদের বের করে দিয়েছেন।’

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়নের চালিতাডাঙ্গা বিবিএন উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভোট দেন সেলিম রেজা। পরে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন। তিনি সুষ্ঠু পরিবেশে ভোট দিলেও তাঁর সমর্থকদের ভোট দিতে বাধা দেওয়া হয়েছে। তবে তিনি শেষ পর্যন্ত নির্বাচনে থাকবেন বলে জানিয়েছেন।

নিজের ভোট দিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপি দলীয় প্রার্থী মো. সেলিম রেজা। চালিতাডাঙ্গা বিবিএন উচ্চবিদ্যালয় কেন্দ্র, চালিতাডাঙ্গা ইউনিয়ন, কাজীপুর, সিরাজগঞ্জ, ১২ নভেম্বর
সাজেদুল আলম

আওয়ামী লীগের দলীয় প্রার্থী তানভীর শাকিল জয় ভোটাধিকার প্রয়োগ করে সাংবাদিকদের বলেন, তাঁর দাদা জাতীয় নেতা শহীদ এম মনসুর আলী এবং তাঁর বাবা সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য প্রয়াত মোহাম্মদ নাসিম। তাঁদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, তাঁর দাদা ও বাবার এই অঞ্চলের মানুষের প্রতি ভালোবাসা এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য ভোটাররা নৌকা মার্কায় ভোট দিয়ে তাঁকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন বলে তিনি আশাবাদী।

ভোট দিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আওয়ামী লীগের প্রার্থী তানভীর শাকিল। বেড়িপোটল সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাজীপুর, সিরাজগঞ্জ, ১২ নভেম্বর
সাজেদুল আলম

বিএনপি দলীয় প্রার্থীর বিভিন্ন অভিযোগ সম্পর্কে তানভীর শাকিল বলেন, ‘আমরা দেশের উন্নয়ন করতে এবং নির্বাচনের প্রচারণা চালাতে চালাতে ক্লান্ত। আর তারা মিথ্যা অভিযোগ ও ষড়যন্ত্র করতে করতে ক্লান্ত। তাদের এসব মিথ্যা–বানোয়াট অভিযোগের জবাব ভোটের মাধ্যমে জনগণ দেবে।’

এর আগে তানভীর শাকিল সকাল পৌনে নয়টার দিকে কাজীপুর পৌরসভার বেড়িপোটল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন।