ভোটারদের নৌকায় ভোট দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে

মাগুরা জেলার একমাত্র মাগুরা পৌরসভার ভোট গ্রহণ হবে দ্বিতীয় ধাপে ১৬ জানুয়ারি। প্রথম শ্রেণির এ পৌরসভায় মেয়র পদে প্রার্থী হয়েছেন তিনজন। বিএনপির প্রার্থী হয়েছেন সাবেক মেয়র ইকবাল আখতার খান কাফুর। বর্তমানে তিনি জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য।
প্রথম আলোর সঙ্গে একান্ত সাক্ষাৎকারে নির্বাচনী পরিবেশ ও পৌরসভার সমস্যা-সম্ভাবনা নিয়ে কথা বলেছেন বিএনপির প্রার্থী সাবেক মেয়র ইকবাল আখতার খান কাফুর।
ইকবাল আখতার খান

প্রশ্ন :

নির্বাচনী পরিবেশ কেমন?

ইকবাল আখতার: গত দুই জাতীয় নির্বাচনসহ স্থানীয় নির্বাচনেও নিরপেক্ষ পরিবেশ নেই। এখন ভোট হচ্ছে দলীয়ভাবে। যেকোনোভাবেই হোক, ফলাফল নিজেদের করে নিচ্ছে ক্ষমতাসীনেরা।

প্রশ্ন :

এই সরকারের সময়েই ২০১৩ সালে উপনির্বাচনে জয়ী হয়ে মাগুরা পৌরসভায় মেয়রের দায়িত্ব পালন করেছিলেন। সেই নির্বাচন আর এই নির্বাচনের মধ্যে পার্থক্য কী?

ইকবাল আখতার: অনেক পার্থক্য। তখন নিরপেক্ষ একটা পরিবেশ ছিল। এখন ভয়ভীতি দিয়েই ভোট করছে তারা।

প্রশ্ন :

কাদের, কী ধরনের ভয়ভীতি দেখানো হচ্ছে?

ইকবাল আখতার: নেতা-কর্মীদের ভয়ভীতি দেখানো হচ্ছে। বলা হচ্ছে, ভোট দিতে যেতে পারবে না। ভোটকেন্দ্রে গেলে নৌকায় ভোট দিতে হবে।

প্রশ্ন :

আপনার বা আপনার দলের প্রচারণা তেমন একটা চোখে পড়ছে না। পোস্টারও কম। কারণ কী?

ইকবাল আখতার: আমরা প্রচারণা চালাচ্ছি। তবে সভা-সমাবেশ করছি না। আমাদের নেতা-কর্মীদের যেহেতু নানাভাবে হুমকি-ধমকি দেওয়ার পাশাপাশি মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে, তাই আমাদের কৌশলী আচরণ করতে হচ্ছে। আমাদের ব্যানার-পোস্টার ছিঁড়ে ফেলা হচ্ছে।

প্রশ্ন :

নির্বাচন কমিশনে কোনো অভিযোগ জানিয়েছেন?

ইকবাল আখতার: মৌখিকভাবে জানিয়েছি। তারা বলেছে লিখিত অভিযোগ জানাতে।

প্রশ্ন :

অভিযোগ রয়েছে, আপনার দলের নেতা-কর্মীরাই আপনার পক্ষে মাঠে নামছেন না। কারণ কী?

ইকবাল আখতার: নির্বাচনের আগমুহূর্তে আমাদের কর্মীদের নামে দুটি মিথ্যা মামলা দিয়ে জেল খাটানো হয়েছে। মাঠে না নামার জন্য হুমকি অব্যাহত রয়েছে। এমন পরিস্থিতিতে কেউ তো স্বাভাবিক আচরণ করতে পারছে না। এ ছাড়া বিএনপি বড় দল, এখানে অন্যরাও দলীয় মনোনয়ন চেয়েছিল। তাদের মধ্যেও দ্বিধা থাকতে পারে। তবে শেষ পর্যন্ত সবাই দলের জন্য কাজ করবে বলে আশা করি।

প্রশ্ন :

এককভাবে সবচেয়ে বেশি সময় মাগুরা পৌরসভায় জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন। আপনার সময়ে এই পৌরসভায় উল্লেখযোগ্য কী ধরনের উন্নয়ন হয়েছে?

ইকবাল আখতার: ১৯৮৪, ১৯৮৯ ও ২০১৩ সালে পৌরসভার চেয়ারম্যান ও মেয়র হিসেবে প্রায় এক যুগ দায়িত্ব পালন করেছি। ভাইস চেয়ারম্যান হিসেবে কাজ করেছি। আমার সময়ে পৌর গোরস্থান, শ্মশান, অনেকগুলো গুরুত্বপূর্ণ বিপণিবিতান ও বহু রাস্তার কাজ হয়েছে। শহরে বিদ্যুৎ উন্নয়ন প্রকল্প, পানি ও ড্রেনেজ ব্যবস্থা উন্নয়নে উল্লেখযোগ্য কাজ হয়েছে।

প্রশ্ন :

এবার নির্বাচিত হলে কোন দিকের ওপর জোর দেবেন?

ইকবাল আখতার: আধুনিক শহরে যেসব সুযোগ-সুবিধা থাকে, সেগুলোর দিকে জোর দেওয়া হবে। ড্রেনেজ সংকট সমাধান করা হবে। এ ছাড়া অনেক এলাকায় এখনো রাস্তাসহ পৌরসভার মৌলিক সুবিধা পৌঁছেনি, সেসব এলাকার নাগরিক সুবিধা নিশ্চিত করা হবে।

প্রশ্ন :

এমন ‘বৈরী’ পরিবেশে কি জয়ের সম্ভাবনা আছে?

ইকবাল আখতার: অবশ্যই আছে। মানুষ ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে। তাদের অনুকূল পরিবেশ দিতে হবে। প্রশাসন যদি ভোটারদের নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার বিষয়টি নিশ্চিত করে তবে আমাদের জয় হবে।


প্রথম আলো: আপনাকে ধন্যবাদ।
ইকবাল আখতার: আপনাকেও ধন্যবাদ।