ভোটেও সভাপতি গোলাম রব্বানি, সাধারণ সম্পাদক মুজিবুর

বালাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ গোলাম রব্বানি (বাঁয়ে) এবং সাধারণ সম্পাদক এম মুজিবুর রহমান (ডানে)
ছবি: সংগৃহীত

সিলেটের বালাগঞ্জ উপজেলা বিএনপির সম্মেলনের আয়োজন করা হয়েছিল গত ২৪ ফেব্রুয়ারি। তবে দুই পক্ষের মুখোমুখি অবস্থানের কারণে সে সম্মেলন হয়নি। পরবর্তী সময়ে জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার ২৫ ফেব্রুয়ারি মোহাম্মদ গোলাম রব্বানীকে সভাপতি ও এম মুজিবুর রহমানকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করেন। ওই কমিটি নিয়ে অসন্তোষ দেখা দেওয়ায় কেন্দ্রের নির্দেশনায় নবগঠিত কমিটি ২৪ ঘণ্টার মধ্যেই বিলুপ্ত ঘোষণা করা হয়।

কমিটি বিলুপ্ত ঘোষণার ১৯ দিন পর গতকাল মঙ্গলবার বিকেলে কাউন্সিলরদের ভোটের মাধ্যমে কমিটির নেতারা নির্বাচিত হয়েছেন। তবে তাতেও মোহাম্মদ গোলাম রব্বানী সভাপতি এবং এম মুজিবুর রহমানই সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

গতকাল বিকেলে বালাগঞ্জ উপজেলার রাজাপুর গ্রামে এ কাউন্সিল হয়। কাউন্সিলের জ্যেষ্ঠ সহসভাপতি পদে লুৎফুর রহমান, যুগ্ম সম্পাদক পদে তোফায়েল আহমদ, সাংগঠনিক সম্পাদক পদে সাইফুল আহমদ নির্বাচিত হয়েছেন।

গত ২৪ ফেব্রুয়ারি মতামতের ভিত্তিতে কমিটি গঠন যথাযথ হয়নি জানিয়ে অনেক নেতা-কর্মী অসন্তোষ প্রকাশ করেছিলেন। এর পরিপ্রেক্ষিতে কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী ওই কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছিল।

২৫ ফেব্রুয়ারির কমিটিতে জ্যেষ্ঠ সহসভাপতি হয়েছিলেন আলা উদ্দিন, জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক তোফায়েল আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক মির্জা আবদুল বাসিত, সাংগঠনিক সম্পাদক হয়েছিলেন সাইফুল ইসলাম ও শাহীন আলম। কমিটিতে উপদেষ্টা ছিলেন আবদুন নুর ও সিরাজুজ্জামান খান।

গতকাল কাউন্সিল উপলক্ষে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় সংসদের সহসাংগঠনিক সম্পাদক ও সাবেক সাংসদ কলিম উদ্দিন আহমেদ। সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদারের সভাপতিত্বে ও জেলা বিএনপির নেতা আবদুল কাইয়ুম চৌধুরীর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী এবং সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।

এর আগে প্রায় এক বছর আগে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছিল। সে সময় উপজেলা বিএনপির আহ্বায়ক ছিলেন আবদুর রশীদ।

কমিটি প্রসঙ্গে উপজেলা বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক এম মুজিবুর রহমান বলেন, গত ২৪ ফেব্রুয়ারি মতামতের ভিত্তিতে কমিটি গঠন যথাযথ হয়নি জানিয়ে অনেক নেতা-কর্মী অসন্তোষ প্রকাশ করেছিলেন। এর পরিপ্রেক্ষিতে কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী ওই কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছিল। তবে গতকাল কাউন্সিলে কাউন্সিলরদের ভোটের মাধ্যমে কমিটি গঠন করা হয়েছে। এখন সবাই সন্তুষ্ট রয়েছেন। তিনি বলেন, ভবিষ্যতে পূর্ণাঙ্গ কমিটিতে ত্যাগী, পরীক্ষিত নেতা-কর্মী এবং সবার মতামত নিয়ে কমিটি গঠন করা হবে।