ভোটের আগের রাত এবং ভোটের দিন নিয়ে দুশ্চিন্তা আছে: বিএনপির প্রার্থী ইকবাল

দিরাই পৌরসভা নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী ইকবাল হোসেন চৌধুরী
প্রথম আলো

সুনামগঞ্জের দিরাই পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে প্রথম ধাপে ২৮ ডিসেম্বর। এখানে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আটজন। বিএনপির প্রার্থী হিসেবে আছেন ইকবাল হোসেন চৌধুরী। তিনি দিরাই পৌরসভা শাখা ছাত্রদলের সাবেক সভাপতি। এই পৌরসভায় এবারই প্রথম ইলেকট্রিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করে ভোট গ্রহণ হবে। প্রথম আলোর মুখোমুখি হয়ে নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলেছেন তিনি।

প্রশ্ন :

নির্বাচনী পরিবেশ কেমন, সুষ্ঠু ভোট নিয়ে কোনো শঙ্কা আছে কি?

ইকবাল হোসেন চৌধুরী: এখন পর্যন্ত সার্বিক পরিস্থিতি ভালো মনে হচ্ছে। ভোট নিয়ে মানুষের মধ্যে আগ্রহ আছে। তবে এই সরকারের আমলে কেমন নির্বাচন হয়, সেটা সবাই জানে। ভোটের আগের রাত এবং ভোটের দিন নিয়ে দুশ্চিন্তা আছে। দলীয় নেতা-কর্মীদের প্রতিটি ভোটকেন্দ্র পাহারা দিতে বলা হয়েছে। তারপরও সুষ্ঠু ভোট নিয়ে একটা শঙ্কা তো রয়েছেই।

প্রশ্ন :

এখন পর্যন্ত প্রচারণায় কোনো বাধার সম্মুখীন হয়েছেন কি?

ইকবাল হোসেন চৌধুরী: আমি দলীয় নেতা-কর্মীদের নিয়ে প্রচারণা চালাচ্ছি। প্রতিটি এলাকায় যাচ্ছি। দলের জেলা পর্যায়ের নেতা-কর্মীরা এসেও প্রচারণায় অংশ নিয়েছেন। এখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি। শেষ পর্যন্ত এমন পরিবেশ থাকলেই ভালো।

প্রশ্ন :

এবার এখানে ইভিএম ব্যবহার হবে। এ বিষয়ে আপনার কোনো মতামত আছে কি?

ইকবাল হোসেন চৌধুরী: আমি একজন প্রার্থী। কিন্তু বিষয়টি সম্পর্কে আমার নিজেরই কোনো ধারণা নেই। ইভিএম নিয়ে ভোটারদের মধ্যে একটা ধোঁয়াশা আছে। সাধারণ মানুষ বিষয়টি সম্পর্কে জানেন না। তাই সংশ্লিষ্টদের বলেছি, বিষয়টি সম্পর্কে ভোটারদের সচেতন করতে উদ্যোগ নিতে হবে। তাঁরা সেটি করবেন বলে আমাকে আশ্বস্ত করেছেন।

প্রশ্ন :

দিরাই পৌরসভার বড় সমস্যা কী? নির্বাচিত হলে কোন কাজ অগ্রাধিকার দিয়ে করবেন?

ইকবাল হোসেন চৌধুরী: দিরাই পৌরসভায় সমস্যার শেষ নেই। তবে বড় সমস্যা হচ্ছে মাদক। শহরকে মাদকমুক্ত করতে উদ্যোগ নেব। শহরে যানজটের কারণে মানুষের ভোগান্তি পোহাতে হয়। এটি এখনো একটি অপরিচ্ছন্ন শহর। এসব সমস্যা অগ্রাধিকার দিয়ে সমাধান করব।

প্রশ্ন :

মানুষের কাছ থেকে কেমন সাড়া পাচ্ছেন? নিজের জয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী?

ইকবাল হোসেন চৌধুরী: যেখানেই যাচ্ছি ব্যাপক সাড়া পাচ্ছি। সুষ্ঠু ভোট হলে, মানুষ নির্বিঘ্নে ভোট দিতে পারলে, আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।

প্রশ্ন :

প্রথম আলোর সঙ্গে কথা বলার জন্য আপনাকে ধন্যবাদ।

ইকবাল হোসেন চৌধুরী: প্রথম আলোকেও ধন্যবাদ।