ভোলাহাটে সড়কে ডাকাতির ঘটনায় চারজন গ্রেপ্তার

হাতকড়া
প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার ভোলাহাট-কানসাট সড়কের ফলিমারি বিল এলাকায় যানবাহনে ডাকাতির ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গতকাল মঙ্গলবার রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন ভোলাহাট উপজেলার বড়গাছি হাট গ্রামের আফজাল হোসেনের ছেলে আনোয়ার হোসেন (৩০), মো. মোহসীনের ছেলে লাল্টু মিয়া, ইউসুফ আলীর ছেলে আবদুল জাব্বার (২২) ও আবদুল শুকুর আলীর ছেলে মোখলেসুর রহমান (৪৮)। এ ছাড়া আগে আটক দুজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

গত সোমবার রাত সাড়ে আটটার দিকে ফলিমারি বিল এলাকায় ঢাকাগামী তিনটি বাস এবং ট্রাক ও কয়েকটি যানবাহনে ডাকাতি হয়। এ সময় যাত্রীদের মারধর করে ডাকাত দল টাকাসহ অন্যান্য মূল্যবান সম্পদ ছিনিয়ে নেয়।

ডাকাতির ঘটনার বিষয়ে আজ বুধবার দুপুর সাড়ে ১২টায় চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পে ব্রিফিং করেন র‌্যাব-৫–এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমান তালুকদার। তিনি জানান, ডাকাত দলের সদস্যদের ধরতে গতকাল মঙ্গলবার রাত দেড়টার দিকে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালায় র‌্যাব। অভিযানে ওই চারজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের মধ্যে আনোয়ার হোসেনকে শনাক্ত করেছেন ডাকাতির সময় আহত একটি বাসের চালকের সহকারী। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা ডাকাতির কথা স্বীকার করেছেন। লুট হওয়া মালামাল উদ্ধার ও অন্য ডাকাত সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, গতকাল সন্ধ্যায় থানায় ডাকাতির অভিযোগে মামলা হয়েছে। সাথী ট্রাভেলসের সুপারভাইজার মো. রফিক বাদী হয়ে অজ্ঞাতনামা ১৫ জনকে আসামি করে মামলাটি করেন।

ওসি জানান, সোমবার রাতে ঢাকাগামী তিনটি বাস, একটি ট্রাক, একটি ভটভটি ও এক মোটরসাইকেল আরোহী ভোলাহাটের ফলিমারি বিল এলাকায় দেশীয় অস্ত্রে সজ্জিত ডাকাত দলের কবলে পড়ে। বিলের পাশ দিয়ে যাওয়া রাস্তাটি ফাঁকা ও নির্জন ছিল। ভোলাহাট সদর থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে রাস্তায় ডাকাতেরা প্রথমে একটি ট্রাককে থামিয়ে রাস্তায় এমনভাবে দাঁড় করিয়ে রেখেছিল যেন যানবাহন ধীরে চালাতে বাধ্য হয়। সেই সুযোগে ডাকাতেরা বাসে উঠে ডাকাতি করে পালিয়ে যায়।

আরও পড়ুন