ভ্যান থেকে সড়কে ছিটকে পড়ার পর ট্রাকচাপা, স্কুলছাত্রসহ দুজন নিহত

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় ব্যাটারিচালিত ভ্যানের এক্সেল ভেঙে সড়কে ছিটকে পড়ার পর ট্রাকচাপায় স্কুলছাত্রসহ দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ভ্যানের আরও দুই যাত্রী। আজ রোববার বেলা পৌনে তিনটার দিকে দুপচাঁচিয়া উপজেলার ধাপেরহাট-মোলামগাড়ী সড়কের কাথহালী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন উপজেলার কোলগ্রাম দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র জাহিদ হাসান সাগর (১৬) ও ভ্যানচালক আশিক (২০)। তাঁরা দুজনই বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাঁদের বাড়ি উপজেলার কোলগ্রামে।

এ ছাড়া দুর্ঘটনায় আহত হয়েছেন কোলগ্রাম উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী শ্রাবণ (১৯) এবং উপজেলার দাইমপুরের বাসিন্দা ভ্যানযাত্রী মোস্তফা কামাল (৫৫)। শ্রাবণকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল ও মোস্তফা কামাল দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আশিকের ব্যাটারিচালিত অটো ভ্যানে চড়ে দুপচাঁচিয়া থেকে বাড়ি ফিরছিলেন তিন যাত্রী। পথে কাথহালী এলাকায় পৌঁছালে চলন্ত ভ্যানের এক্সেল আকস্মিক ভেঙে গেলে সড়কের ওপর ছিটকে পড়েন তিন যাত্রী ও ভ্যানচালক। এ সময় দ্রুতগতির একটি ট্রাক তাঁদের চাপা দেয়। আশঙ্কাজনক অবস্থায় আহত চারজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে গুরুতর আহত তিনজনকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সাগর ও আশিক চিকিৎসাধীন অবস্থায় মারা যান।