ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলা, আহত ৫

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় সোমেশ্বরী নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালানোর সময় ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলা হয়েছে। বুধবার নদীর ১ নম্বর বালুঘাটের দেবথৈল এলাকায় এ ঘটনা ঘটে। এতে আদালতসংশ্লিষ্ট তিন পুলিশ সদস্যসহ পাঁচজন আহত হয়েছেন।

আহত ব্যক্তিরা হলেন দুর্গাপুর থানার উপপরিদর্শক (এসআই) রোকন উদ্দিন, পুলিশ সদস্য মো. রুবেল মিয়া, মো. খলিল, উপজেলা ভূমি কার্যালয়ের দুই অফিস সহকারী মো. এরশাদুল ইসলাম ও মো. নজরুল ইসলাম।

প্রশাসন সূত্র জানায়, সোমেশ্বরী নদীর ১ নম্বর বালুমহালে পরিবেশ-প্রতিবেশের তোয়াক্কা না করে স্থানীয় প্রভাবশালী চক্র অবৈধ প্রক্রিয়ায় ড্রেজার মেশিনের সাহায্যে বালু উত্তোলন করে আসছিল। স্থানীয় বাসিন্দাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে বুধবার বেলা পৌনে তিনটার দিকে ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান চালান। এ সময় বালু ব্যবসায়ী, শ্রমিক ও ড্রেজার মেশিন সংশ্লিষ্ট ব্যক্তিরা লাঠিসোঁটা, ইটপাটকেল নিয়ে ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলা চালান। খবর পেয়ে ঘটনাস্থলে ইউএনও, ওসি, বিজিবি ও আনসার সদস্যরা ঘটনাস্থলে গেলে হামলাকারীরা পালিয়ে যান। অভিযানে অন্তত ১৫টি ড্রেজার মেশিন ভেঙে দেওয়া হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নারায়ণ চন্দ্র বর্মণ। তিনি বলেন, জেলা প্রশাসক কাজী মো. আবদুর রহমানের নির্দেশে সেখানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। এ সময় তাঁদের ওপর লাঠিসোঁটা ও ইটপাটকেল নিয়ে হামলা করা হয়। একটি গাড়িও ভাঙচুর করেছে হামলাকারীরা। এতে আদালতে থাকা ভূমি অফিসের দুই সহকারী ও তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।