ভয়ভীতি যারা দেখাচ্ছে, তারা নিজেরাই ভয়ে রয়েছে: স্বতন্ত্র প্রার্থী আশরাফুল

মেহেরপুরের গাংনী পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান মেয়র আশরাফুল ইসলাম
ফাইল ছবি

মেহেরপুরের গাংনী পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে দ্বিতীয় ধাপে ১৬ জানুয়ারি। এখানে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন পাঁচজন। এর মধ্যে বর্তমান মেয়র আশরাফুল ইসলাম আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে জগ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রথম আলোর সঙ্গে একান্ত সাক্ষাৎকারে নির্বাচন ও পৌরসভার সমস্যা-সম্ভাবনা নিয়ে কথা বলেছেন তিনি।

প্রশ্ন :

পাঁচ বছর আপনি মেয়র পদে রয়েছেন। আবারও মেয়র হলে কী ধরনের উন্নয়ন করবেন?

আশরাফুল ইসলাম: বিগত পাঁচ বছরে গাংনী পৌরসভা এলাকার প্রতিটি সড়ক পাকা করেছি। সড়কে বাতির ব্যবস্থা করেছি। পানি নিষ্কাশনের জন্য নালা তৈরি করেছি। জনগণ ভোট দিলে, আবারও মেয়র হলে বিশুদ্ধ পানির জন্য একটি বড় পরিসরে ওয়াটার প্ল্যান্ট তৈরি করব। পৌর শহরকে পরিচ্ছন্ন ধুলামুক্ত শহরে পরিণত করার পরিকল্পনা রয়েছে।

প্রশ্ন :

প্রচারণায় কোনো বাধা পাচ্ছেন কি?

আশরাফুল ইসলাম: বাধা সব সময় দেওয়া হচ্ছে। আমাকে ও আমার কর্মীদের হুমকি দেওয়া হচ্ছে। কিন্তু আমি ও আমার কর্মীরা পিছপা হচ্ছি না।

প্রশ্ন :

প্রতিটি কেন্দ্রে কি এজেন্ট দিতে পারবেন?

আশরাফুল ইসলাম: অবশ্যই দিতে পারব। কিন্তু সংশয় থেকেই যাচ্ছে। কয়েক দিন ধরে কর্মীদের চাপ দেওয়া হচ্ছে। ভয় দেখানো হচ্ছে। তারপরও মাঠে থাকব।

প্রশ্ন :

আপনি কয়েক দিন আগে মারধরের শিকার হয়েছেন। আপনার ব্যক্তিগত পিস্তল ছিনিয়ে নিয়ে গুলি ছোড়ার মতো ঘটনা ঘটেছে। এতে কী আপনি ভীত হয়ে পড়েছেন?

আশরাফুল ইসলাম: মানুষের সেবা করতে গেলে হামলা-মামলার শিকার হতে হয়। এরপরও মানুষের জন্য কাজ করছি। ভয়ভীতি যারা দেখাচ্ছে, তারা নিজেরাই ভয়ে রয়েছে।

প্রশ্ন :

ভোটারদের কেমন সাড়া পাচ্ছেন?

আশরাফুল ইসলাম: অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে আমার কোনো বিকল্প নেই। আমি শতভাগ আশাবাদী, জয়ী হব। যাঁরা নতুন ভোটার হয়েছেন, তাঁরা আমাকে ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছেন।

প্রশ্ন :

সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

আশরাফুল ইসলাম: প্রথম আলোকেও ধন্যবাদ।