মওদুদ আহমদের শোকসভা করতে না দেওয়ায় ক্ষুব্ধ কাদের মির্জা

আবদুল কাদের মির্জা
ফাইল ছবি

বিএনপির প্রয়াত নেতা মওদুদ আহমদ স্মরণে নাগরিক শোকসভা না করতে পেরে খেপেছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই আবদুল কাদের মির্জা। এ ঘটনায় রোববার বেলা দুইটার দিকে কাদের মির্জা ফেসবুক লাইভে এসে তিনি তাঁর বড় ভাই ওবায়দুল কাদের ও পুলিশ প্রশাসনের সমালোচনা করে প্রায় ২০ মিনিট বক্তব্য দেন।

ফেসবুক লাইভে দেওয়া বক্তৃতায় নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার মেয়র কাদের মির্জা বলেন, ‘আজকে আমাকে থামিয়ে দেওয়ার জন্য ও আমার মুখ বন্ধ করার জন্য এ প্রোগ্রাম বন্ধ করে দেওয়া হয়েছে। এটার পরিণতি কিন্তু ভালো হবে না, আমি জানি। যাঁরা এ নির্দেশ দিয়েছেন, তাঁরা একদিন এ ধরনের নির্দেশে লাঞ্ছিত ও অপমানিত হবেন, অপেক্ষা করেন।’

রোববার বেলা তিনটায় মওদুদ আহমদ স্মরণে বসুরহাট পৌরসভা মিলনায়তনে ওই নাগরিক শোকসভা হওয়ার কথা ছিল। কিন্তু শোকসভার নির্ধারিত সময়ের প্রায় দুই ঘণ্টা আগে বেলা একটার দিকে পুলিশ সেখানে এসে কাদের মির্জাকে সভা করতে নিষেধ করে।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক প্রথম আলোকে বলেন, আবদুল কাদের মির্জা একেক দিন একেক কর্মসূচি নিয়ে মাঠে থাকার চেষ্টা করছেন এবং শান্ত পরিস্থিতিকে অশান্ত করার চেষ্টা করছেন। তাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাঁরা গিয়ে শোকসভা করতে নিষেধ করেন।

ওসি আরও বলেন, বিএনপির নেতার মৃত্যুতে বিএনপির পক্ষ থেকেও এখনো কোনো শোকসভার আয়োজন করা হয়নি। কিন্তু আগ বাড়িয়ে আবদুল কাদের মির্জা শোকসভার আয়োজন করেছেন। তা ছাড়া তিনি বিগত দিনে কখনো রাষ্ট্রপতি জিল্লুর রহমানের মৃতুবার্ষিকী পালন না করলেও গত শনিবার তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও মিলাদ মাহফিল করেছেন। উদ্দেশ্য একটাই, এলাকায় নিজের উপস্থিতি ও কর্মকাণ্ড জানান দেওয়া।

ফেসবুক লাইভে আবদুল কাদের মির্জা অভিযোগ করেন, ‘হঠাৎ করে দুপুর একটার (রোববার) দিকে থানা থেকে নির্দেশ দেওয়া হলো এ প্রোগ্রাম (শোকসভা) চলবে না। আমি ডিআইজির সাথে কথা বলেছি। তিনিও বললেন, ‘‘এ প্রোগ্রাম করা যাবে না।’’ আমার প্রশ্ন, গতকালকে আমি সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমান সাহেবের স্মরণসভা এবং মিলাদ মাহফিল করেছি। কই সেখানে তো বাধা দিলেন না?’

কাদের মির্জা বলেন, ‘আজকে আমরা আসলে পরমতসহিষ্ণু রাজনীতির যে সংস্কৃতি, সে সংস্কৃতি থেকে আমরা দূরে সরে যাচ্ছি। এটা কেন করা হয়েছে আমি বুঝি। আজকে প্রশাসন প্রমাণ করতে চেয়েছে আমরা আবদুল কাদের মির্জার কথা শুনি না। আমরা অস্ত্রধারী, অপরাজনীতি যারা করে, তাদের কথা শুনি।’

কাদের মির্জা বড় ভাই সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে ইঙ্গিত করে বলেন, ‘আমাদের এক নেতা বলেছেন, কেউ যদি অধম হয়, আমরা কেন উত্তম হইব না। নেতাজি—এই বক্তব্য কি মানুষের জন্য? নিজের ক্ষেত্রে সেটা প্রযোজ্য নয়? স্মরণ রাখবেন, অপমান ফেরত যায়। আজকে আমাকে খাটো করার জন্য দলের উচ্চপর্যায় থেকে নিম্ন পর্যায় পর্যন্ত, প্রশাসনের বিভিন্ন পর্যায় থেকে নানা ষড়যন্ত্র–চক্রান্ত চলছে।’

আবদুল কাদের মির্জা প্রয়াত বিএনপি নেতা মওদুদ আহমদ সম্পর্কে বলেন, ‘আমি মনে করি মওদুদ আহমদ সাহেব একটা গুণী ব্যক্তি। তিনি আমাদের এলাকার সম্পদ। এ এলাকার উন্নয়নের পথ তিনি রচনা করে গেছেন।’