মতলব উত্তরের ৭টি স্থানে তিন দিনের জন্য ১৪৪ ধারা

চাঁদপুর জেলার ম্যাপ

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ৭টি স্থানে তিন দিনের জন্য ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) আসনের সাবেক সাংসদ ও মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী বীরবিক্রম এবং বর্তমান সাংসদ নুরুল আমিন রুহুলের সমর্থকেরা একই স্থানে অনুষ্ঠানের আয়োজন করেন।

অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্নেহাশীষ দাশ আজ বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শনিবার রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেন।

১৪৪ ধারা জারি করা এলাকাগুলো হলো শ্রীরায়েরচর, মোহনপুর, ফতেপুর, একলাশপুর, দশানী, আমিরাবাদ, মতলব দক্ষিণ ব্রিজের উত্তর পাড়। ইউএনও স্নেহাশীষ দাশ বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় উপজেলার ৭টি স্থানে প্রাথমিকভাবে ৩ দিনের জন্য এসব এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে।

চাঁদপুরের পুলিশ সুপার (এমপি) মো. মাহবুবুর রহমান বলেন, একই সময়ে একই স্থানে দুজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতার পক্ষে সভা ডাকায় শান্তি–শৃঙ্খলা বিঘ্ন হওয়ার ও সহিংসতার আশঙ্কা দেখা দিয়েছে। এ অবস্থায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) আবেদনের পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ৭টি স্থানে ১৪৪ ধারা জারি করেন।

মেঘনার পাড়ে ৫০ একর নদীর জায়গা নিয়ে প্রায় শত কোটি টাকা ব্যয়ে বর্তমান সাংসদ নুরুল আমিন রুহুলের সমর্থক মোহনপুর ইউনিয়ন আওয়ামী লীগ সদস্য কাজী মিজানসহ ৫০ জন একটি পর্যটনকেন্দ্র গড়ে তোলেন। আগামীকাল শুক্রবার দুপুরে এটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হওয়ার কথা। এ নিয়ে নুরুল আমিন রুহুল ও মোফাজ্জল হোসেন চৌধুরীর সমর্থকদের মধ্যে সংঘাতের আশঙ্কা করা হচ্ছে।