মতলব দক্ষিণে নারীকে কুপিয়ে হত্যা

হত্যা
প্রতীকী ছবি

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় সম্পত্তি নিয়ে বিরোধ ও পূর্ব শত্রুতার জেরে বৃদ্ধ নারীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার রাত ৮টার দিকে উপজেলার উত্তর বাইশপুর গ্রাম থেকে ওই নারীর গলাকাটা লাশ উদ্ধার করা হয়।

নিহত ওই নারীর নাম শামসুন্নাহার বেগম (৬০)। তিনি উপজেলার বহরী গ্রামের আবদুর রাজ্জাকের স্ত্রী। এ ঘটনায় জড়িত সন্দেহে ওই নারীর ভাতিজা ফয়সাল আহমেদকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ, পরিবার ও স্থানীয় সূত্র জানায়, শামসুন্নাহারের সঙ্গে দীর্ঘদিন ধরে তাঁর ভাই বোরহান উদ্দিন ও ভাতিজা ফয়সালের সঙ্গে সম্পত্তি নিয়ে বিরোধ ও শত্রুতা চলে আসছিল। বুধবার সকালে শামসুন্নাহারের স্বামী চিকিৎসার জন্য ঢাকায় যান। সকাল সাড়ে ১০টায় ফয়সাল তাঁর ফুপুর (শামসুন্নাহার) বাড়িতে আসেন। এ সময় বাড়িতে তাঁর ফুপু ছাড়া আর কেউ ছিলেন না। কিছুক্ষণ পর ফয়সাল ও তাঁর ফুপুর মধ্যে উচ্চ স্বরে কথা-কাটাকাটি ও ঝগড়া হয়। এরপর দুপুরে ফুপুর বাড়ি থেকে ফয়সাল চলে যান।

সন্ধ্যায় আশপাশের প্রতিবেশীরা বাড়িতে গিয়ে দেখেন, শামসুন্নাহারের ঘরের দরজা বন্ধ। ভেতরে কোনো সাড়া-শব্দ নেই। দরজা ধাক্কা দিয়ে ভেতরে ঢুকে তাঁরা দেখতে পান যে শামসুন্নাহারের গলাকাটা লাশ পড়ে আছে। পাশে ছোপ ছোপ রক্ত। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। রাত নয়টায় অভিযান চালিয়ে ফয়সালকে আটক করে পুলিশ। এ ঘটনায় নিহত নারীর ভাই হুমায়ুন কবির বাদী হয়ে ফয়সাল আহমেদকে আসামি করে রাতেই থানায় মামলা করেন। সেই মামলায় ফয়সালকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

এই ঘটনায় চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার কাজী আবদুর রহিম ও জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) মো. আহসান হাবিব ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার আইচ বলেন, ময়নাতদন্তের জন্য ওই নারীর লাশ চাঁদপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। গ্রেপ্তার ফয়সালকে চাঁদপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে।