মধুখালীতে পাট বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, কোটি টাকার ক্ষতি

আগুনে পুড়ে যাওয়া ফরিদপুরের মধুখালী কেন্দ্রীয় পাট বাজার
ছবি: প্রথম আলো

ফরিদপুরের মধুখালীতে পাট বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও এর মধ্যেই ছয়টি দোকান পুড়ে গেছে। এর ফলে প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

আজ সোমবার সকাল সাড়ে সাতটার দিকে কেন্দ্রীয় মধুখালী বাজারের পাট বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে, তাৎক্ষণিকভাবে জানা যায়নি। অগ্নিকাণ্ডের পর মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোস্তফা মনোয়ার ও পৌর মেয়র খন্দকার মোরশেদ রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।

আগুনে ২ হাজার ১২ মণ পাট, ১২০ মণ ধান, ৫৮ মণ মসুরি, ২৫ মণ শর্ষে ও ১টি হার্ডওয়্যারের দোকান এবং ঘরমালিকের ছয়টি ঘর পুড়ে যায়।

মধুখালী ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার টিটপ শিকদার বলেন, তাঁরা তিন ঘণ্টা যাবৎ চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন। তবে বাজারের আশপাশে পানির ব্যবস্থা না থাকায় ক্ষতি বেশি হয়েছে। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, সেটা তদন্তাধীন আছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পানির ব্যবস্থা না থাকার কারণে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হয়েছে। বাজারের সঙ্গে একটি সরকারি পুকুর থাকলেও দখলকারীদের কারণে প্রায় ভরাট হয়ে যাচ্ছে বলেও অনেকে অভিযোগ করেন। তাঁদের বক্তব্য, পুকুরটি দখলমুক্ত থাকলে পুকুরে পানি থাকত এবং আগুন নেভাতে দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে পারতেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

মধুখালী বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মির্জা মাঝারুল ইসলাম বলেন, মধুখালীতে ফায়ার সার্ভিস স্টেশন থাকার কারণে বাজারটি রক্ষা পেয়েছে। তা না হলে গোটা বাজার পুড়ে ছাই হয়ে যেত।