মনোনয়নপত্র পূরণের সময় জানতে পারলেন, তিনি অন্য উপজেলার ভোটার

বাদল মিয়া। আজ শুক্রবার নান্দাইল উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সামনে
ছবি: প্রথম আলো

ময়মনসিংহের নান্দাইল উপজেলার বাসিন্দা মো. বাদল মিয়া (৩৮)। তিনি উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সদস্যপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে প্রস্তুতি নিচ্ছিলেন। আগামী বছরের ৫ জানুয়ারি অনুষ্ঠেয় ইউপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে গতকাল বৃহস্পতিবার বাদল মিয়া মনোনয়নপত্র সংগ্রহ করেন।

মনোনয়নপত্র পূরণ করার সময় জানতে পারেন, তিনি অন্য উপজেলার ভোটার। এতে তিনি হতাশ হয়ে পড়েছেন। কীভাবে তিনি অন্য উপজেলার ভোটার হলেন, তা বুঝতে পাচ্ছেন না।

বাদল মিয়া ময়মনসিংহের নান্দাইল উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের দশধার গ্রামের আব্বাছ আলীর ছেলে। এবার ইউপি নির্বাচনে প্রস্তুতি হিসেবে দুই বছর ধরে এলাকা চষে বেড়িয়েছেন। ভোটারদের সঙ্গে মতবিনিময় করার পাশাপাশি নানা উপায়ে তাঁদের কাছে নিজের গ্রহণযোগ্যতা প্রমাণের চেষ্টা করেছেন তিনি। এরই মধ্যে অন্য উপজেলার ভোটার তালিকায় নিজের নাম দেখে মুষড়ে পড়েছেন বাদল।

আজ শুক্রবার দুপুর ১২টার দিকে বাদল মিয়া প্রথম আলোকে বলেন, তাঁর চৌদ্দপুরুষ নান্দাইল উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের দশধার গ্রামের বাসিন্দা ও ভোটার। তিনি ভোটার হওয়ার পর প্রতিটি নির্বাচনে নান্দাইলের কিসমত বনগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট দিয়েছেন। কিন্তু ইউপি নির্বাচনের আগমুহূর্তে তিনি কীভাবে হোসেনপুর উপজেলার ভোটার হলেন, তা বুঝতে পারছেন না। তাঁর কোনো প্রতিদ্বন্দ্বী শত্রুতা করে নির্বাচন কার্যালয়ের সহায়তায় এ ধরনের কাজ করেছেন।

এ বিষয়ে জিনারী ইউপি চেয়ারম্যান মো. আবদুস সালাম মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘নান্দাইলের দশধার গ্রাম তাঁর ইউনিয়নের পাশে অবস্থিত। ইউনিয়নের অনেক বাসিন্দার নাম বাদল মিয়া। তবে আব্বাছ আলীর পুত্র বাদল মিয়া আমার ইউনিয়নের বাসিন্দা নন। ভোটারের এলাকা পরিবর্তনের কাগজপত্রে থাকা স্বাক্ষরের সঙ্গে তাঁর স্বাক্ষরের মিল নেই।’ জাল কাগজপত্র নিয়ে নির্বাচন কার্যালয়ের সহায়তায় এ ধরনের কাজ করা সম্ভব বলে মনে করেন তিনি।

৯ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ। এখন কী করবেন বুঝতে পাচ্ছেন না বাদল মিয়া। তিনি বলেন, দুই বছর ধরে তিনি নানা প্রতিশ্রুতি দিয়ে ভোটার সংগঠিত করেছেন। এখন তাঁদের কাছে তিনি কী জবাব দেবেন, তা ভেবে পাচ্ছেন না। বিষয়টি তদন্ত করে নির্বাচন কমিশনের দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।