মনোনয়নবঞ্চিত নেতার সমর্থকদের মহাসড়ক অবরোধের চেষ্টা

পুলিশি বাধার মুখে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেনের কর্মী-সমর্থকেরা। শুক্রবার বিকেলে পঞ্চগড় শহরের চৌরঙ্গী মোড়ে
ছবি: রাজিউর রহমান

আওয়ামী লীগের মনোনয়নবঞ্চিত হওয়ায় ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যানের কর্মী-সমর্থকদের পঞ্চগড়-ঢাকা মহাসড়ক অবরোধের চেষ্টা পুলিশি বাধায় পণ্ড হয়েছে। শুক্রবার বিকেলে পঞ্চগড় শহরের চৌরঙ্গী মোড়ে পঞ্চগড়-ঢাকা মহাসড়কে এ ঘটনা ঘটে।

পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেনের কর্মী-সমর্থকেরা ‘মনোনয়নের দাবিতে অবরোধ কর্মসূচি’ লেখা সংবলিত ব্যানার নিয়ে শহরের বকুলতলা এলাকায় আসেন। এ সময় তাঁরা চৌরঙ্গী মোড়ে পঞ্চগড়-ঢাকা মহাসড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশের বাধার মুখে পড়েন। একপর্যায়ে তাঁরা পুলিশের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন। পুলিশ তাঁদের সেখান থেকে সরিয়ে দেয়। পরে পাশের এক স্থানে পুলিশ সদস্যদের উপস্থিতিতে বক্তব্য দেন মনোনয়নপ্রত্যাশী বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেনের ছেলে ও সদর উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক খাজা ময়েনউদ্দীন আহম্মেদ।

পুলিশের বাধা দেওয়ার বিষয়ে পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ মিঞা বলেন, নির্বাচনে মনোনয়ন পাওয়া না পাওয়া তাঁদের দলীয় বিষয়। মহাসড়ক অবরোধের কারণে যেন সাধারণ মানুষের দুর্ভোগ সৃষ্টি না হয়, সে জন্য তাঁদের সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে মাত্র।

তৃতীয় ধাপে পঞ্চগড় সদর উপজেলার ১০টি ও আটোয়ারী উপজেলার পাঁচটি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে ২৮ নভেম্বর। বৃহস্পতিবার মনোনয়ন বোর্ডের সভায় হাড়িভাসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন হাড়িভাসা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনির হোসেন। শুক্রবার দুপুরে এই খবর এলাকায় ছড়িয়ে পড়লে আবুল হোসেনের কর্মী-সমর্থকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

১৭ অক্টোবর ইউপি চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়নের দাবিতে পঞ্চগড় প্রেসক্লাবের সম্মেলনকক্ষে সংবাদ সম্মেলন করেছিলেন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন।