মহানবী (সা.)–কে অবমাননার ঘটনায় সংসদে নিন্দা প্রস্তাব আনার দাবি হেফাজতের

মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে অবমাননাকারী ভারতের ক্ষমতাসীন দল বিজেপির দুই নেতার বিরুদ্ধে জাতীয় সংসদে নিন্দা প্রস্তাব পাস করাসহ সরকারের কাছে চার দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

আজ শুক্রবার রাতে চট্টগ্রাম নগরের জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে সংগঠনের পক্ষ থেকে মহানবী হজরত মুহাম্মদ (সা.)–কে কটূক্তির প্রতিবাদে আয়োজিত শানে রেসালত সম্মেলনে বক্তারা এই দাবি জানান।

সভায় হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেন, হজরত মুহাম্মদ (সা.)–এর শানে গুরুতর কটূক্তি ও অবমাননাকর মন্তব্যের ঘটনায় ওআইসি ও মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোসহ বিশ্বের বিভিন্ন মুসলিম রাষ্ট্র সরকারিভাবে কঠোর প্রতিবাদ জানিয়েছে। অথচ ৯২ ভাগ মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশ সরকার এখনো পর্যন্ত নীরবতা বজায় রেখে চলেছে। এতে গোটা জাতি গভীরভাবে হতাশ হয়েছে। তাই জাতীয় সংসদের চলতি অধিবেশনে রাসুল (সা.)–কে অবমাননার ঘটনায় অবিলম্বে নিন্দা প্রস্তাব পাস করুন। একই সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূতকে ডেকে সরকারিভাবে এ নিন্দনীয় ঘটনার কঠোর প্রতিবাদ জানান।

আরও পড়ুন

এদিকে ভারত সরকারের প্রতি দাবি জানিয়ে হেফাজত আমির বলেন, সংখ্যালঘুদের প্রতি বিদ্বেষ পোষণের নীতি বন্ধ করে অবিলম্বে তাঁদের সঙ্গে ন্যায়সংগত আচরণ করা হোক। অন্যথায় প্রতিবেশী দেশগুলো কথিত বৃহৎ গণতান্ত্রিক দেশটির নীতি অনুসরণে উৎসাহিত হওয়ার মতো পরিস্থিতি তৈরি হতে পারে। যেটা কখনো কারও কাম্য নয়।

হেফাজত আমির অভিযোগ করে বলেন, ‘২০১০ সালের প্রণীত বাংলাদেশের জাতীয় শিক্ষানীতিতে ধর্মীয় শিক্ষাকে ব্যাপকভাবে সংকোচন করা হয়েছে। যার অনিবার্য পরিণতি হিসেবে বর্তমানে তরুণ প্রজন্মের মধ্যে নীতি-নৈতিকতা, মানবিকতাবোধ ও ধর্মীয় বিশ্বাসের ক্ষেত্রে ভীষণ হতাশাজনক পরিস্থিতি বিরাজ করছে। আজকের সম্মেলন থেকে আমরা সরকারের প্রতি ভবিষ্যৎ প্রজন্মকে নৈতিক ও আদর্শিকভাবে গড়ে তোলার লক্ষ্যে দেশের জাতীয় শিক্ষায় ধর্মীয় ও আদর্শিক শিক্ষার বিস্তার ঘটানোর জোর আহ্বান জানাচ্ছি।’

আরও পড়ুন

কারাবন্দী হেফাজতের নেতা–কর্মীসহ সব ওলামায়ে কেরামকে নিঃশর্ত মুক্তির দেওয়ারও দাবি জানান হেফাজতের আমির। এ ছাড়া দেশব্যাপী নবীপ্রেমে উজ্জীবিত হয়ে প্রতিবাদ জানানো ছাত্রজনতা কাউকে কোনো রকম হয়রানি না করতে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অনুরোধ জানান তিনি।

হেফাজতে ইসলামের নায়েবে আমির মাওলানা সালাউদ্দিন নানুপুরীর সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন সংগঠনের জ্যেষ্ঠ নায়েবে আমির মাওলানা ইয়াহিয়া, মাওলানা তাজুল ইসলাম ও মাওলানা জসিমুদ্দীন, সাংগঠনিক সম্পাদক মীর ইদ্রিস প্রমুখ।