মহানবী (সা.)–কে নিয়ে কটূক্তির অভিযোগ, চুয়েট ছাত্র কারাগারে

কারাগার
প্রতীকী ছবি

মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে কটূক্তি করার অভিযোগে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) এক শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার আদালত তাঁকে কারাগারে পাঠিয়েছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন তাঁকে সাময়িক বহিষ্কার করেছে।

চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকার একটি বাসা থেকে গতকাল শনিবার রাতে পুরকৌশল বিভাগের ওই শিক্ষার্থীকে আটক করে পুলিশ। পরে পুলিশের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয় বলে জানিয়েছেন রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন। ওসি বলেন, গত শুক্রবার মহানবী (সা.)-কে  কটূক্তি করে ফেসবুকে স্ট্যাটাস দেন ওই শিক্ষার্থী।

সাময়িক বহিষ্কারের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক রেজাউল করিম বলেন, বিশ্ববিদ্যালয়ের ডিসিপ্লিন অ্যাক্ট অনুযায়ী অভিযুক্ত শিক্ষার্থীকে এই শাস্তি দেওয়া হয়েছে। প্রসঙ্গত, গত অক্টোবর মাসে মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তি করায় আরও এক শিক্ষার্থীকে বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।