মহেশখালীতে অটোরিকশার ধাক্কায় শিশু নিহত, সড়ক অবরোধ

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

কক্সবাজারের মহেশখালীতে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় তানজিনা আকতার নামের পাঁচ বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছে মোনতাহা ইবা নামের একই বয়সী তার সহপাঠী আরেক শিশু। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার গোরকঘাটা-জনতাবাজার সড়কের মাইজপাড়া দারুল কোরআন মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ও আহত দুই শিশু মাইজপাড়া দারুল কোরআন মাদ্রাসা নার্সারি বিভাগের শিক্ষার্থী। দুর্ঘটনায় শিশু নিহত হওয়ার পর এলাকাবাসী ওই অটোরিকশাসহ চালক মোহাম্মদ আবদুল মান্নানকে আটক করেছে। বিক্ষুব্ধ লোকজন ব্যারিকেড দিয়ে সড়ক অবরোধ করেন। এ সময় ওই সড়কের দুপাশে আটকা পড়ে দূরপাল্লার বিভিন্ন যানবাহনসহ মহেশখালীর আদিনাথ মন্দিরে শিবচতুর্দশী মেলায় আসা তীর্থযাত্রীদের গাড়ি। এতে ভোগান্তিতে পড়েন শত শত মানুষ।

সিএনজি অটোরিকশাটি মাইজপাড়া দারুল কোরআন মাদ্রাসার সামনে পৌঁছালে রাস্তা পারাপাররত দুই শিশু শিক্ষার্থী তানজিনা আকতার (৫) ও মোনতাহা ইবা (৫) ওই অটোরিকশার চাকার নিচে পড়ে পিষ্ট হয়। এতে ঘটনাস্থলেই মারা যায় তানজিনা।

পরে দুপুর ১২টার দিকে মহেশখালী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উত্তেজনাকর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে সড়কের মাঝখান থেকে ব্যারিকেড সরিয়ে নিলে প্রায় দুই ঘণ্টা পর ওই সড়কে স্বাভাবিক যানচলাচল শুরু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টার দিকে মাতারবাড়ী সিএনজিচালিত অটোরিকশাস্ট্যান্ড থেকে পাঁচজন যাত্রী নিয়ে সিএনজিচালক মোহাম্মদ আবদুল মান্নান গোরকঘাটা যাচ্ছিলেন। এ সময় কালারমারছড়া ইউনিয়নের মাইজপাড়া দারুল কোরআন মাদ্রাসার সামনে পৌঁছালে রাস্তা পারাপাররত দুই শিশু শিক্ষার্থী তানজিনা আকতার ও মোনতাহা ইবা ওই অটোরিকশার চাকার নিচে পড়ে পিষ্ট হয়। এতে ঘটনাস্থলেই মারা যায় তানজিনা। এ সময় গুরুতর আহত অপর শিশু মোনতাহাকে উদ্ধার করে এলাকাবাসী পার্শ্ববর্তী চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

জানতে চাইলে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হাই বলেন, এলাকাবাসীর সহযোগিতায় অটোরিকশাচালককে আটক করা হয়েছে। এ ছাড়া ওই অটোরিকশাও জব্দ করা হয়েছে। পুলিশ সড়ক থেকে ব্যারিকেড সরিয়ে নেওয়ার পর দূরপাল্লার যানবাহন স্বাভাবিকভাবে চলাচল করছে। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।