মহেশখালীতে পাঁচ প্রার্থীকে কারণ দর্শানো নোটিশ

কক্সবাজার জেলার মানচিত্র

কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীর বড়মহেশখালী ও কালারমারছড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রচারণায় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে পাঁচ প্রার্থীর বিরুদ্ধে। তাঁদের কারণ দর্শানো নোটিশ দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা বিমলেন্দু কিশোর পাল স্বাক্ষরিত নোটিশটি আজ রোববার সকাল ১০টায় প্রার্থীদের পাঠানো হয়।

যে পাঁচ প্রার্থীকে কারণ দর্শানো নোটিশ পাঠানো হয়েছে তাঁরা হলেন বড়মহেশখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আবদুল্লাহ আল নিশান এবং কালারমারছড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাধারণ সদস্য পদপ্রার্থী মোজাম্মেল হক, বেলাল হোসেন, শরীফুল ইসলাম ও আবু আহমদ।

নোটিশে বলা হয়েছে, গতকাল শনিবার প্রার্থীদের নির্বাচনী এলাকায় যান্ত্রিক যানবাহন সহকারে মিছিল শোডাউনসহ নির্বাচনী প্রচারণা চালানো হয়। ফলে সাধারণ জনগণের চলাচল বিঘ্নিত হয়, যা ইউনিয়ন পরিষদের নির্বাচনি আচরণ বিধির লঙ্ঘন

আচরণবিধিতে বলা হয়, পথসভা ও ঘরোয়া সভা ছাড়া কোনো প্রার্থী জনসভা, শোডাউন ও শোভাযাত্রা করতে পারবেন না। ফেসবুকের মাধ্যমে বিষয়টি দৃষ্টিগোচর হয়েছে। নোটিশ প্রদানের ২৪ ঘণ্টার মধ্যে ওই পাঁচ প্রার্থীকে এর জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা বিমলেন্দু কিশোর পাল বলেন, রোববার সকালে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে এক চেয়ারম্যান পদপ্রার্থী ও চার সাধারণ সদস্য পদপ্রার্থীকে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে। সন্তোষজনক জবাব না দিলে প্রার্থীদের বিরুদ্ধে বিধিমোতাবেক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করে চেয়ারম্যান প্রার্থী চেয়ারম্যান প্রার্থী আবদুল্লাহ আল নিশান বলেন, কর্মীদের নিয়ে তিনি গতকাল বিভিন্ন এলাকায় পথসভা করলেও বিধি লঙ্ঘন করেননি। এরপরও যেহেতু কারণ দর্শানো নোটিশ এসেছে, এর জবাব দেবেন বলে জানিয়েছেন এই প্রার্থী।