মহেশপুর সীমান্ত থেকে ৪ অনুপ্রবেশকারী গ্রেপ্তার

গ্রেপ্তার
প্রতীকী ছবি

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের অপরাধে চারজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ সোমবার সকাল ছয়টার দিকে উপজেলার পদ্মপুকুর গ্রাম থেকে তাঁদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন মাগুরা সদর উপজেলার কুচিয়ামোড়া গ্রামের স্বরজিৎ মণ্ডলের ছেলে রকি মণ্ডল (১৮), ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আজিমনগর গ্রামের কালাম শেখের ছেলে বোরহান শেখ (২৮), একই গ্রামের মৃত মালেক মিয়ার ছেলে নজরুল ইসলাম (৩০) ও মাদারীপুরে রাজৈর উপজেলার বাজিতপুর গ্রামের জাকির হাওলাদারের ছেলে সাধন হাওলাদার (১৮)।

বিজিবির ঝিনাইদহের মহেশপুর ৫৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, কয়েক ব্যক্তির ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের খবর পেয়ে ভোরে অভিযান চালায় লড়াইঘাট বিওপির একটি টহল দল।

এ সময় পদ্মপুকুর গ্রাম থেকে ওই চারজনকে আটক করা হয়। এ ঘটনায় মহেশপুর থানায় বিজিবির পক্ষ থেকে একটি মামলা করার পর আসামিদের থানায় সোপর্দ করা হয়।