মাইক্রোবাস-পিকআপ ভ্যানের সংঘর্ষে দুই চালক নিহত

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

গোপালগঞ্জের কাশিয়ানীতে মাইক্রোবাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে মাইক্রোবাস ও পিকআপ ভ্যানের চালক নিহত এবং তিনজন আহত হয়েছেন। আজ শুক্রবার বেলা পৌনে তিনটার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ধূসর ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন বরিশালের বাকেরগঞ্জের এরফানের ছেলে এনআরবিসি ব্যাংকের মাইক্রোবাসচালক জাফর হোসেন ( ৪২) ও গোপালগঞ্জ সদর উপজেলার কাঠি ইউনিয়নের কাঠি গ্রামের মোশারফ হোসেনের ছেলে পিকআপ ভ্যানের চালক ইমরানে হোসেন (৩৫)।

ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানা–পুলিশের ভাটিয়াপাড়া ফাঁড়ির পরিদর্শক আবু নাঈম জানান, এনআরবিসি ব্যাংকের একটি মাইক্রোবাস ঢাকা থেকে সাতক্ষীরা যাচ্ছিল। আজ বিকেলে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ধূসর এলাকায় বিপরীত দিক থেকে আসা পিকআপ ভ্যানের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়।

দুই যানের এ সংঘর্ষে মাইক্রোবাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এতে মাইক্রোবাসচালক জাফর হোসেন ঘটনাস্থলে নিহত হন।

দুর্ঘটনার পর পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে আসেন। তাঁরা পিকআপ ভ্যানের চালককে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে কাশিয়ানী উপজেলা হাসপাতালে ভর্তি করলে সেখানে তাঁর মৃত্যু হয় । পিকআপ ভ্যানটি বাগেরহাটের চিতলমারী থেকে মুন্সিগঞ্জের দিকে যাচ্ছিল।