মাইক্রোবাসে ইয়াবা বহনকালে আটক ৫

আটক
প্রতীকী ছবি

মাইক্রোবাসে ইয়াবা বড়ি বহনকালে পাঁচজনকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন–১৫ (র‍্যাব)। গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের মধ্যম কলাতলী এলাকা থেকে ৯ হাজার ২০০ ইয়াবাসহ ৫ জনকে আটক করা হয়েছে। র‌্যাব বলছে, আটক ব্যক্তিরা মাদক কারবারি।

আটক পাঁচজন হলেন টেকনাফের আবদুর রহিম (৫০), নাইক্ষ্যংছড়ির ঘুমধুম এলাকার জকির আহাম্মদ জহির (৩৫), জলপাইতুলি এলাকার রুহুল আমিন (২৬), উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের মনখালী এলাকার জয়নাল আবেদীন (২৩) ও রাজাপালং ইউনিয়নের উয়ালাপালং এলাকার মনজুর আলম (২৫)।

কক্সবাজার র‍্যাব-১৫–এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক (মিডিয়া অ্যান্ড অপারেশন) কর্মকর্তা আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি দল মেরিন ড্রাইভ সড়কের কলাতলীর এস মেডিসিন প্লাসের সামনে অস্থায়ী তল্লাশিচৌকি স্থাপন করে যানবাহনে তল্লাশি চালায়। একটি মাইক্রোবাস তল্লাশি চালিয়ে ৯ হাজার ২০০টি ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ সময় জব্দ করা হয়েছে মাইক্রোবাসটি। আটক পাঁচজনকে কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তাঁরা দীর্ঘদিন ধরে টেকনাফের সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে দেশের বিভিন্ন জায়গায় বিক্রি করে আসছিলেন বলে স্বীকার করেছেন।