মাকে আড়ায় ঝুলতে দেখে কাঁদছিল শিশু

লাশ
প্রতীকী ছবি

ঘরের আড়া থেকে মাকে ঝুলতে দেখে কাঁদছিল শিশুটি। পরিবারের সদস্যরা অন্য সময়ের মতো স্বাভাবিক কান্না মনে করে কেউ এগিয়ে যাননি। পরে এক প্রতিবেশী গিয়ে শিশুটির মাকে গলায় ফাঁস লাগিয়ে ঝুলতে দেখেন।

আজ বুধবার এ ঘটনা ঘটেছে ময়মনসিংহের নান্দাইল উপজেলার কাওয়ারগাতী গ্রামে। এ নিয়ে এলাকায় প্রশ্ন দেখা দিয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ওই নারীর স্বামীকে আটক করেছে পুলিশ।

ওই নারীর নাম সুলতানা বেগম (৩৫)। তিনি কাওয়ারগাতী গ্রামের মো. বাচ্চু মিয়ার স্ত্রী। সুলতানা নারায়ণগঞ্জের আবুল কাশেমের মেয়ে।

কাওয়ারগাতী গ্রামের দুজন বাসিন্দা জানান, ওই বাড়িতে এর আগেও এ ধরনের দুটি ঘটনা ঘটেছে। কিন্তু কোনো ঘটনারই রহস্য উদ্‌ঘাটিত হয়নি।

সুলতানার ফাঁসিতে ঝোলার ঘটনায় বাচ্চু মিয়াকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
আবদুল করিম, এসআই, নান্দাইল মডেল থানা

ঘটনাস্থলে গিয়েছিলেন নান্দাইল মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. আবদুল করিম। তিনি বলেন, পরিবারের লোকজন পুলিশকে জানিয়েছেন, সুলতানার মানসিক সমস্যা ছিল। এ কারণে কবিরাজের কাছে নিয়ে ঝাড়ফুঁকের মাধ্যমে তাঁর চিকিৎসাও করা হয়েছে। কিন্তু তিনি সুস্থ হননি। আজ বিকেল সাড়ে চারটার দিকে সবার অগোচরে বসতঘরের আড়া থেকে ফাঁসিতে ঝোলেন তিনি।

এসআই আবদুল করিম আরও বলেন, সুলতানার ফাঁসিতে ঝোলার ঘটনায় বাচ্চু মিয়াকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।