মাগুরা শহর ও মহম্মদপুর উপজেলায় ‘লকডাউন’ ঘোষণা

লকডাউন
প্রতীকী ছবি

করোনা সংক্রমণের হার বেড়ে যাওয়ায় মাগুরা শহরে ‘লকডাউন’ ঘোষণা করেছে জেলা প্রশাসন। আজ রোববার বিকেলে জেলা প্রশাসক আশরাফুল আলম স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।  পাশাপাশি আলাদা একটি গণবিজ্ঞপ্তিতে মহম্মদপুর উপজেলাতেও ‘লকডাউনের’ ঘোষণা দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রামানন্দ পাল।

জেলা প্রশাসক স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, লকডাউন চলাকালে জরুরি পরিষেবা ছাড়া শহর এলাকায় সব যান চলাচল বন্ধ থাকবে। সন্ধ্যা ছয়টার পর ওষুধ, খাবারের দোকান ছাড়া দোকান ও বিপণিবিতান বন্ধ রাখতে বলা হয়েছে আদেশে। মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার গণবিজ্ঞপ্তিতেও একই ধরনের বিধিনিষেধের কথা বলা হয়েছে।

এর আগে করোনা সংক্রমণ ঠেকাতে গত ১০ জুন বেশ কিছু বিধিনিষেধ আরোপ করে গণবিজ্ঞপ্তি জারি করেন জেলা প্রশাসক।
মুঠোফোনে যোগাযোগ করা হলে মাগুরার জেলা প্রশাসক আশরাফুল আলম প্রথম আলোকে বলেন, আজ সকালে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় শহরে লকডাউনের সিদ্ধান্ত হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এটি কার্যকর থাকবে। সোমবার ভোর থেকে এ লকডাউন কার্যকর হবে। তবে মহাসড়ক ও জেলার অন্যান্য এলাকা লকডাউনের আওতার বাইরে থাকবে।

মাগুরা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানা গেছে, গত ২৪ ঘণ্টায় জেলায় সংগৃহীত ৫৩টি নমুনার মধ্যে নতুন করে ১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১ হাজার ৩২৬। এর মধ্যে সুস্থ হয়েছেন ১ হাজার ২২২ জন। বর্তমানে হাসপাতালে ৫ জন ও ৭৫ জন হোম আইসোলেশনে আছেন। আর এ পর্যন্ত মাগুরায় করোনা পজিটিভ হয়ে মারা গেছেন ২৪ জন।

সিভিল সার্জন শহিদুল্লাহ দেওয়ান প্রথম আলোকে বলেন, গত এক সপ্তাহে জেলায় করোনা সংক্রমণের হার বেড়েছে। আক্রান্ত ব্যক্তিদের বেশির ভাগই মাগুরা পৌরসভা ও মহম্মদপুর উপজেলার বাসিন্দা।