মাগুরায় করোনা টেস্টের ল্যাব চালু

করোনা ও টিবি রোগ শনাক্তের জন্য ‌'জিন এক্সপার্ট মেশিন' এর উদ্বোধন করেন সাংসদ সাইফুজ্জামান শিখর। বক্ষব্যাধি হাসপাতাল, মাগুরা, ২৮ সেপ্টেম্বর
প্রথম আলো

মাগুরায় করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত করার জন্য পরীক্ষাগার (ল্যাব) চালু করা হয়েছে। সোমবার সকাল ১০টার দিকে শহরের ভায়না মোড়ে টিবি ক্লিনিকে এই ল্যাবের উদ্বোধন করেন মাগুরা-১ আসনের সাংসদ সাইফুজ্জামান শিখর।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আশরাফুল আলম, সিভিল সার্জন প্রদীপ কুমার সাহা, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু নাসির বাবলু, সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্যশিক্ষা কর্মকর্তা জিল্লুর রহমান প্রমুখ।

সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে এই ‘জিন এক্সপার্ট মেশিন’ মাগুরাবাসীর জন্য উপহার। এটির মূল কাজ টিবি রোগ নির্ণয় করা। পাশাপাশি কোভিড-১৯ করোনার টেস্টও করা যাবে। এই ল্যাবের মাধ্যমে করোনা টেস্টের রিপোর্ট ৯৭ শতাংশ নিশ্চয়তা দেবে। এই ল্যাব থেকে প্রতি ঘণ্টায় চারটি করে রিপোর্ট বের করা যাবে। সবচেয়ে বড় বিষয় ইমার্জেন্সি রোগীদের অন্য জায়গায় টেস্ট করাতে তিন দিন লেগে যায়। সে ক্ষেত্রে এখান থেকে এক ঘণ্টায় রিপোর্ট পাওয়া যাবে।