মাগুরায় দেয়াল ধসে দুই শ্রমিকের মৃত্যু

প্রতীকী ছবি

মাগুরা শহরের কলেজপাড়ায় একটি বাড়ির সীমানাপ্রাচীরের দেয়াল ধসে রোমান আলী (৩০) ও মো. রাসেল (২২) নামের দুই নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। তাঁদের বাড়ি পৌর এলাকার নিজনান্দুয়ালী গ্রামে। এ ছাড়া এ ঘটনায় দুজন গুরুতর আহত হয়েছেন।

এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, মাগুরা শহরের হাজীসাহেব রোডে মোস্তাফিজুর রহমানের বাড়ির পাশে মাগুরা পৌরসভার পক্ষ থেকে নর্দমার নির্মাণকাজ চলছিল। আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে নির্মাণকাজ চলার সময় নর্দমার পাশের ওই বাড়িটির সীমানাপ্রাচীর ভেঙে কর্মরত শ্রমিকদের ওপর পড়ে। এতে রমজান, রোমান, রাসেল ও শাকিল নামের চার নির্মাণশ্রমিক গুরুতর আহত হন।

এ ঘটনার পর এলাকার লোকজন আহত ৪ জনকে উদ্ধার করে মাগুরার ২৫০ শয্যার হাসপাতালে নিয়ে গেলে রোমান ও রাসেলের মৃত্যু হয়। অন্য দুজনের হাসপাতালে চিকিত্সা চলছে।
এ ব্যাপারে জানতে চাইলে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদীন জানান, এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।