মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল লোকটির

পানিতে ডুবে মৃত্যু
প্রতীকী ছবি

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় একটি বিলে বড়শি দিয়ে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার ভিকুনিয়া গ্রামের খানিরপ্যাঁচ বিলে এই ঘটনা ঘটে। ওই ব্যক্তির নাম মো. মিরাশ উদ্দিন (৪৮)। তাঁর বাড়ি ভিকুনিয়া গ্রামে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্র জানায়, শুক্রবার বিকেলে বাড়ির পাশে খানিরপ্যাঁচ বিলে কয়েকজন মাছশিকারির সঙ্গে বড়শি দিয়ে মাছ ধরতে যান মিরাশ। মাছ ধরার একপর্যায়ে মিরাশকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পর সন্ধ্যায় বিলের কচুরিপানার নিচ থেকে তাঁকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়। পরে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মিরাশকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় হোগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম বলেন, মিরাশ উচ্চ রক্তচাপে ভুগছিলেন। এর প্রভাবে হয়তো পানিতে পড়ে আর উঠতে পারেননি।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুর রহমান বলেন, মিরাশের লাশ তাঁর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ নিয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।