মাছ ধরার নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ৯ জেলে দগ্ধ

কক্সবাজারের কুতুবদিয়া উপকূলে ফেরার পথে মাছ ধরার নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দগ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন নয় জেলে। গতকাল শনিবার রাত ১০টার দিকে বঙ্গোপসাগর থেকে মাছ ধরে কূলে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজন দগ্ধ ৯ জেলেকে উদ্ধার করে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান।

দগ্ধ জেলেরা হলেন মোহাম্মদ জিসাদ (২৪), মোহাম্মদ সাইফুল (২২), ফরিদুল আলম (৪৩), নুরুল হোসাইন (৩৫), মোহাম্মদ মিনহাজ (১৪), মোহাম্মদ দিলশাদ (২০), দিলশাদ উদ্দিন (১৭), মোহাম্মদ সাদ্দাম (২৫) ও মোহাম্মদ মামুন (২৪)। তবে আহত ব্যক্তিদের মধ্যে দগ্ধ আটজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা মোহাম্মদ জয়নুল আবেদীন বলেন, দগ্ধ হয়ে মোহাম্মদ সাইফুলের শরীরের ৮১ শতাংশ, ফরিদুল আলমের ৬৪ শতাংশ, নুরুল হোসাইনের ৫৫ শতাংশ, মোহাম্মদ মিনহাজের ৪৮ শতাংশ, মোহাম্মদ দিলশাদের ৪৭ শতাংশ, দিলশাদ উদ্দিনের ৪৭ শতাংশ, মোহাম্মদ সাদ্দামের ১১ শতাংশ ও মোহাম্মদ মামুনের ১৪ শতাংশ পুড়ে গেছে।

কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর হায়দার এই দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।