মা–ছেলেকে নিয়ে উল্টে গেল নসিমন, ছেলের মৃত্যু

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

নসিমনে করে বাড়ি ফিরছিলেন মা ও ছেলে। পথে নিয়ন্ত্রণ হারিয়ে নসিমন যায় উল্টে। এতে ছেলে গুরুতর আহত হয়। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আজ বুধবার সকালে এ ঘটনা ঘটেছে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার কানুয়া গ্রামে।

নিহত ছেলেটির নাম মো. হাসান হাওলাদার (১৭)। সে ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার চেচরি গ্রামের জুয়েল আহমেদ হাওলাদারের ছেলে। হাসান ঢাকার একটি কলেজে দ্বাদশ শ্রেণিতে পড়াশোনা করত।

হাসান হাওলাদারকে হাসপাতালে মৃত অবস্থায় নিয়ে আসা হয়েছিল।
আলী আজম, চিকিৎসক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ভান্ডারিয়া

হাসপাতাল ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, হাসানের নানাবাড়ি ভান্ডারিয়ায়। আজ সকালে মাকে নিয়ে ভান্ডারিয়া-বানাই সড়ক ধরে নসিমনে করে সেখান থেকে বাড়ি ফিরছিল সে। সকাল সাড়ে ১০টার দিকে কানুয়া গ্রামে নসিমনটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় নসিমনের নিচে চাপা পড়ে হাসান গুরুতর আহত হয়। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক আলী আজম বলেন, হাসান হাওলাদারকে হাসপাতালে মৃত অবস্থায় নিয়ে আসা হয়েছিল।