মাঝনদীতে ফেরিতে থাকা গাড়িতে আগুন, পুড়ল ১০ গাড়ি

ভোলা-লক্ষ্মীপুর নৌপথে মেঘনা নদীতে গতকাল বুধবার রাতে ফেরিতে থাকা একটি গাড়িতে আগুন লেগে যায়
ছবি: সংগৃহীত

ভোলা-লক্ষ্মীপুর নৌপথে মেঘনা নদীতে গতকাল বুধবার রাতে ফেরিতে থাকা একটি গাড়িতে আগুন লেগে যায়। এতে ১০টি গাড়ি পুড়ে গেছে। তবে হতাহত হওয়ার কোনো ঘটনা ঘটেনি। ভোলার ইলিশা ফেরিঘাটের ব্যবস্থাপক পারভেজ খান প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ফেরিঘাটের ব্যবস্থাপক ও প্রত্যক্ষদর্শীরা বলেন, গতকাল বুধবার দিবাগত রাত তিনটার দিকে লক্ষ্মীপুরের মজু চৌধুরীর হাট ফেরিঘাট থেকে কলমিলতা নামের ফেরিটি ১৫টি গাড়ি নিয়ে ছেড়ে আসে। মাঝনদীতে হঠাৎ একটি মালবাহী গাড়িতে আগুন লেগে যায়। আগুন পাশের গাড়িতে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসকে আগুন ছড়িয়ে পড়ার খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিস ও নৌ পুলিশ ভোলার ইলিশা ফেরিঘাটে থাকা ‘কিষাণী’ নামের ফেরিতে করে ঘটনাস্থলে যায়। পরে তারা আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর মধ্যে ১০টি গাড়ি পুড়ে যায়। পুড়ে গেছে গাড়িতে থাকা মালামাল।