মাটিরাঙ্গায় আ.লীগ ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ

খাগড়াছড়ি জেলার মানচিত্র

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার বর্ণাল ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে মারামারি হয়েছে। গতকাল বুধবার রাত ১২টার দিকে বর্ণাল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ডাকবাংলা মুসলিমপাড়া শিবির এলাকায় এ ঘটনা ঘটে। আহত দুজনকে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এই দুজন হলেন বাহার মিয়া ও সাহিদ আহম্মদ।

স্থানীয় লোকজনের ভাষ্য, রাতের দিকে বাহার মিয়ার বাড়ি থেকে সাহিদ আহম্মদসহ কয়েকজন বের হওয়ার সময় একদল লোক নৌকায় ভোট দিতে বলে হামলা করেন। এ সময় সাহিদ আহম্মদ ও বাহার মিয়াকে ছুরি দিয়ে আঘাত করা হয়।

স্বতন্ত্র প্রার্থী মজল হক বলেন, ‘নৌকার প্রার্থীর লোকজন আমার সমর্থকদের ভয়ভীতি দেখাতে ভোটের আগে হামলা করা শুরু করে দিয়েছে। এখন শঙ্কায় আছি, আদৌ সুস্থ নির্বাচন হবে কি না।’

তবে আওয়ামী লীগের প্রার্থী ইউনুস মিয়া বলেন, ‘আমার সমর্থকেরা কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাননি। গ্রামে নিজেদের মধ্যে মারামারি হয়েছে শুনেছি। আমার জনপ্রিয়তা দেখে স্বতন্ত্র প্রার্থী মিথ্যা অভিযোগ ছড়াচ্ছে।’

মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আলী বলেন, ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।