মাটিরাঙ্গায় বাসদের সাবেক নেতার লাশ উদ্ধার

লাশ
প্রতীকী ছবি

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাবেক কেন্দ্রীয় নেতা জাহেদ আহমেদ ওরফে টুটুলের (৬০) লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকালে উপজেলার সাপমারা এলাকার একটি সেতুর নিচ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

জাহেদ আহমেদ কমরেড শুভ্রাংশু চক্রবর্তীর নেতৃত্বাধীন বাসদের কেন্দ্রীয় নেতা এবং বাংলাদেশ সাম্যবাদী আন্দোলনের কেন্দ্রীয় পাঠচক্র ফোরামের সদস্য ছিলেন। তিনি ওই উপজেলার বাবুপাড়া এলাকার বাসিন্দা।

জাহেদ আহমেদের ঘনিষ্ঠজন পলাশ চৌধুরী জানান, গতকাল শনিবার জাহেদ আহমেদ তাঁর আরেক রাজনৈতিক সহকর্মী সুশান্ত বড়ুয়াকে সঙ্গে নিয়ে মাটিরাঙ্গা থেকে মোটরসাইকেলে খাগড়াছড়ি শহরে যান।

সন্ধ্যার দিকে নিজের মোটরসাইকেলে তিনি একা মাটিরাঙ্গার উদ্দেশে রওনা হন। কিন্তু অনেক রাতেও বাসায় না ফেরায় তাঁর সহকর্মীরা খোঁজ করতে থাকেন। খোঁজাখুঁজির একপর্যায়ে সাপমারা এলাকার একটি সেতুর নিচে মোটরসাইকেলসহ তাঁর লাশ পাওয়া যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আল বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মোটরসাইকেল দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। তবে এ ঘটনায় এখনো কেউ অভিযোগ করেনি।

জাহেদ আহমেদ পেশায় একজন কৃষিজীবী। তাঁর একটি বিশ্ববিদ্যালয়পড়ুয়া মেয়ে আছে। বছর দশেক আগে স্ত্রী প্রতিভা ত্রিপুরার সঙ্গে জাহেদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়।