মাদক মামলার রায়: মুক্তিযুদ্ধের বই পড়তে হবে দুই শিশুকে

প্রতীকী ছবি

মাদক সেবনের অভিযোগ প্রমাণিত হওয়ায় মুক্তিযুদ্ধের বই পড়ে এবং মাদকের কুফল নিয়ে রচনা লিখে সাজা ভোগ করবে দুই শিশু। চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭–এর বিচারক ফেরদৌস আরা আজ মঙ্গলবার এ রায় দেন। বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেন বেঞ্চ সহকারী কফিল উদ্দিন।

আদালত সূত্র জানায়, গত বছরের ১৬ আগস্ট নগরের ষোলশহর ২ নম্বর গেট উড়ালসড়কে মাদক নেওয়ার অভিযোগে দুই শিশুকে আইনের আওতায় আনা হয়। মঙ্গলবার অভিযোগ গঠনের শুনানিকালে তারা নিজেদের দোষ স্বীকার করে আদালতের কাছে ক্ষমা চায়। তাদের বয়স ১৮ বছরের কম হওয়ায় আদালত সংশোধনীমূলক আদেশ দেন।

আদেশে বলা হয়, এরা শিশু উন্নয়ন কেন্দ্রে আটকের পরিবর্তে সমাজসেবা প্রবেশন কর্মকর্তার তত্ত্বাবধানে মা-বাবার হেফাজতে থাকবে। এ সময় প্রত্যেকে মুক্তিযুদ্ধের ওপর লেখা পাঁচটি বই ও দুজন মনীষীর জীবনীর ওপর দুটি করে বই পড়বে। একই সঙ্গে মাদকের কুফল ও নিজেদের জীবনের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে একটি করে রচনা লিখে প্রবেশন কর্মকর্তাকে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

শুধু বই পড়লেই হবে না, বই পড়ে কী বুঝেছে, তার সারসংক্ষেপ প্রবেশন কর্মকর্তাকে শোনাতে হবে। এ সময়ের মধ্যে অন্য কোনো অপরাধ করলে বা শর্ত ভঙ্গ করলে এই আদেশ বাতিল হয়ে তাদের সাজা ভোগ করতে হবে বলে সতর্ক করেছেন আদালত। তাদের সদাচরণসহ এ বিষয়ে প্রবেশন কর্মকর্তা আদালতে প্রতিবেদন দেবেন।