মাদক মামলায় বরখাস্ত হওয়া এসআই ফের ইয়াবাসহ আটক

সাম‌য়িক বরখাস্তকৃত এসআই রোকন উদ্দিন ভূঁইয়া এবং ক‌থিত ব‌ান্ধবী রিমা বেগম
ছ‌বি: সংগৃহীত

প্রায় দুই বছর আগে ইয়াবাসহ র‌্যাবের হাতে আটক হয়েছিলেন আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন)  উপপরিদর্শক (এসআই) মো. রোকনউদ্দিন ভূঁইয়া (৪২)। সে সময় তাঁর এক বান্ধবীকেও আটক করা হয়েছিল। ওই ঘটনায় র‌্যাব তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে। এ ঘটনায় এসআই রোকন উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়। এরপরও মাদকদ্রব্য বিক্রির ব্যবসায় নেমেছিলেন তিনি।

আজ সোমবার বিকেলে নগরের সুবিদবাজার এলাকা থেকে ১৮৫টি ইয়াবা বড়িসহ বরখাস্ত হওয়া এসআই রোকনউদ্দিন এবং তাঁর এক কথিত বান্ধবীকে আটক করেছে পুলিশ। তাঁদের সঙ্গে জসিম উদ্দিন (২৪), ফাহিম শাহরিয়ার (৪১) ও ফরিদ আহমেদ (৪৫) নামের আরও তিনজন আটক হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নগরের সুবিদবাজারের চন্দ্রিমা আবাসিক এলাকার এ ব্লকের ৩ নম্বর খান মঞ্জিলে অভিযান চালায় সিলেট কোতোয়ালি থানা–পুলিশ। অভিযানের নেতৃত্ব দেন কোতোয়ালি থানার সহকারী কমিশনার মো. সামসুদ্দিন সালেহ আহমেদ ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আবু ফরহাদ। অভিযানে তাঁরা ওই বাসা থেকে ১৮৫টি ইয়াবা বড়ি ও নগদ ৮২ হাজার ৩০০ টাকা জব্দ করেন। পুলিশ বলছে, উদ্ধার হওয়া টাকা মাদক বিক্রির।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) বি এম আশরাফ উল্যাহ বলেন, আটক হওয়া মো. রোকনউদ্দিন মাদকসংক্রান্ত কারণে আগে থেকেই সাময়িক বরখাস্ত ছিলেন। সোমবারের ঘটনায় কোতোয়ালি থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
২০১৯ সালের ফেব্রুয়ারিতে এপিবিএনের এসআই রোকন উদ্দিন ভূঁইয়া ও তাঁর কথিত বান্ধবীকে আটক করেছিল র‌্যাব–৯।