মাদারীপুর শহরের ‘সমাধান আসিতেছে’ পোস্টার নিয়ে প্রশ্ন-কৌতূহল

মাদারীপুর শহরের অলিতে-গলিতে দেখা যাচ্ছে এমন পোস্টার। এলাকাবাসীর মধ্যে কৌতুহলের সৃষ্টি হয়। বুধবার সকালে শহরের শকুনি এলাকায়
প্রথম আলো

মাদারীপুর শহরের অলিগলি ‘সমাধান আসিতেছে’ পোস্টারে ছেয়ে গেছে। এ থেকে নানা প্রশ্ন আর কৌতূহল সৃষ্টি হয়েছে এলাকাবাসীর মধ্যে। আজ বুধবার দুপুরে নতুন শহর এলাকায় সংবাদ সম্মেলন করে বিষয়টি সম্পর্কে সাংবাদিকদের জানান ‘আলোকিত ইদিলপুর’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

এলাকার বেশ কয়েকজন বললেন, কে বা কারা রাতে দেয়ালে পোস্টার লাগিয়েছে, তাতে লেখা রয়েছে ‘সমাধান আসিতেছে’। এটি আসলে কী সমাধান বা কিসের সমাধান, বিষয়টি বিস্তারিত থাকলে ভালো হতো।

সংবাদ সম্মেলনে ‘আলোকিত ইদিলপুর’ সংগঠনের সাধারণ সম্পাদক মো. নোবেল ব্যাপারী বলেন, পৌরসভার নানা সমস্যা নিয়ে মানুষের সঙ্গে কথা বলেছেন সংগঠনের সদস্যরা। তাঁদের কাছে পৌরবাসী বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। এসব সমস্যা আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হাফিজুর রহমান খানের পক্ষে দ্রুত বাস্তবায়ন করা সম্ভব বলে সংগঠনটি মনে করে।

পরে এই সংগঠনের পক্ষ থেকে ডিজিটাল প্রচার-প্রচারণার জন্য একটি স্লোগান ব্যবহার করার সিদ্ধান্ত নেওয়া হয়। স্লোগানটি হলো, ‘সমাধান আছে জানা, পৌরসভায় যাচ্চু নানা’। পরে স্লোগানটি ছোট করে দেওয়া হয়, ‘সমাধান আসিতেছে’। কিন্তু এটাকে কেউ কেউ ভিন্ন খাতে নেওয়ার পাঁয়তারা শুরু করেছেন অভিযোগ করে তিনি সবার সহযোগিতা চান।

এদিকে গতকাল মঙ্গলবার রাতে শহরের একটি দেয়ালে এই পোস্টার সাঁটানোর সময় দুজনকে আটক করে পুলিশ। তবে আজ দুপুরে তাঁদের ছেড়ে দেওয়া হয়। এ সম্পর্কে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম মিঞা বলেন, রাতে পোস্টারসহ দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছিল। পরে তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, আসন্ন মাদারীপুর পৌরসভা নির্বাচনে মো. খালিদ হোসেন ইয়াদ, হাফিজুর রহমান খান, জাহান্দার আলী জাহান, জামিনুর হোসেন মিঠু, খোকন শরিফ, মিজানুর রহমান মুরাদ মেয়র প্রার্থী হিসেবে নির্বাচন করতে পারেন বলে প্রাথমিকভাবে শোনা যাচ্ছে।