মাদারীপুরে বাস-ভ্যানের সংঘর্ষে নারীসহ নিহত ২

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

মাদারীপুর সদরে যাত্রীবাহী বাসের সঙ্গে একটি ব্যাটারিচালিত ভ্যানের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। আজ মঙ্গলবার বেলা তিনটার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ভ্যানের যাত্রী সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের চতুরপাড়া গ্রামের মজিবর মাদবরের স্ত্রী রাশেদা বেগম (৫৮) এবং অটোভ্যানের চালক একই ইউনিয়নের বড়মেহের গ্রামের মজনু কারিগরের ছেলে ওহিদুল কারিগর (২৮)।

হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শিবচরের বাংলাবাজার থেকে যাত্রী বোঝাই করে বিএমএফ পরিবহনের একটি বাস বরিশাল যাচ্ছিল। দুপুরে সদর উপজেলার মস্তফাপুরে বাসটি একটি পণ্যবাহী ট্রাককে ওভারটেক করতে গেলে উল্টো পাশ থেকে আসা একটি ব্যাটারিচালিত ভ্যানগাড়ির সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। আর ভ্যানটি বাসের নিচে ঢুকে গেলে এটি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই ভ্যানের যাত্রী রাশেদা বেগম মারা যান।

গুরুতর আহত অবস্থায় ভ্যানের চালক ওহিদুলকে উদ্ধার করে স্থানীয়রা মাদারীপুর সদর হাসপাতালে নেওয়ার পথে তিনিও মারা যান। এ সড়ক দুর্ঘটনায় বাসের ভেতরে থাকায় আরও ৫ জন আহত হয়েছেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করে।

মাদারীপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা নূর মোহাম্মদ শিকদার বলেন, খবর পাওয়ামাত্রই ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে যানবাহন চলাচল স্বাভাবিক করে এবং আহত যাত্রীদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে।

এ সম্পর্কে মস্তফাপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক (ওসি) সৈয়দ আবদুল্লাহ প্রথম আলোকে বলেন, দুর্ঘটনায় ভ্যানের চালক ও এক যাত্রী নিহত হয়েছেন। নিহত দুজনের লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর বাসটির চালক পালিয়ে গেলেও বাসটি জব্দ করেছে পুলিশ।