মাদারীপুরে ৪টি ক্লিনিককে ৭০ হাজার টাকা জরিমানা

মাদারীপুরের শিবচরে চারটি ক্লিনিকে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ মঙ্গলবার বিকেলে শিবচর পৌর এলাকায় এ অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস। এ সময় লাইসেন্স ও সেবার মূল্যতালিকা সঠিক না থাকায় ৪টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।

র‍্যাব ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শিবচর উপজেলায় নতুন কয়েকটি ক্লিনিক নিয়ম না মেনে পরিচালিত হচ্ছে। এমন অভিযোগের ভিত্তিতে অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার, নিউ মডার্ন ডায়াগনস্টিক সেন্টার, শিবচর স্কয়ার ডায়াগনস্টিক সেন্টার ও খান ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালান জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস। এ সময় লাইসেন্স ও সেবাসমূহের মূল্যতালিকা না থাকায় ৪টি ক্লিনিককে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে সহযোগিতা করেন র‍্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের সদস্যরা।

জান্নাতুল ফেরদৌস বলেন, ‘লাইসেন্স ও সেবার মূল্যতালিকা না থাকাসহ নানা অসংগতির কারণে তাদের জরিমানা করা হয়েছে। পুরো জেলায় আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।’