মাদ্রাসাছাত্রকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

প্রতীকী ছবি

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় এক মাদ্রাসাছাত্রকে ধর্ষণের অভিযোগে একই মাদ্রাসার এক শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার দিবাগত রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। ওই শিক্ষকের বিরুদ্ধে আরও তিন মাদ্রাসাছাত্রকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

গ্রেপ্তার হওয়া শিক্ষকের নাম মোহাম্মদ নাছির উদ্দিন (৩৮)। তাঁর বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলার ছোট বেউলা গ্রামে। তিনি রাঙ্গুনিয়া উপজেলার স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের একটি কওমি মাদ্রাসার শিক্ষক ও আবাসিক প্রধান ছিলেন। এক অভিভাবক ওই শিক্ষকের বিরুদ্ধে সোমবার দিবাগত রাতে ধর্ষণের অভিযোগে মামলা করেছেন। মঙ্গলবার চার শিশুকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

ওই মাদ্রাসাশিক্ষককে মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
রাঙ্গুনিয়া থানা সূত্র জানায়, মোহাম্মদ নাছির দুই বছর আগে স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের ওই মাদ্রাসায় শিক্ষক হিসেবে যোগ দেন। এত দিন তাঁর এই বিকৃত রুচির সম্পর্কে ছাত্রদের মধ্যে কানাঘুষা থাকলেও থানায় কেউ অভিযোগ দেওয়ার সাহস পায়নি। তবে সম্প্রতি কয়েকজন শিশুছাত্র নির্যাতনের বিষয়টি বাড়িতে তাদের মা-বাবাকে জানালে ঘটনাটি প্রকাশ পায়। ওই শিক্ষক প্রতি রাতে একজন করে ছাত্রকে ভয় দেখিয়ে ধর্ষণ করতেন বলে অভিযোগ পাওয়া গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক শিশুর মা বলেন, ‘ছেলেকে আলেম বানানোর জন্য মাদ্রাসায় ভর্তি করিয়েছিলাম। মাদ্রাসার ওই শিক্ষক মানুষ না, তাঁকে মেরে ফেলা উচিত।’

এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম জেলার সহকারী পুলিশ সুপার (রাঙ্গুনিয়া সার্কেল) মো. আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, ‘মামলা দায়েরের খবর পেয়ে অভিযুক্ত নাছির পালিয়ে যাওয়ার পরিকল্পনা করেন। কিন্তু তার আগেই অভিযান চালিয়ে তাঁকে আমরা আইনের আওতায় নিয়ে আসি।’