মাদ্রাসাছাত্রীকে অপহরণের চেষ্টা, গ্রেপ্তার ২

ফেনী
ফেনী

ফেনীর পরশুরাম উপজেলায় এক মাদ্রাসাছাত্রীকে অপহরণের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আজ সোমবার দুপুরে দুই তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার দুজনের নাম ফারুক ওরফে সাগর (২১) ও আজমর আলী ওরফে বাবলু (১৯)। দুজনের বাড়ি ফেনীর ফুলগাজী উপজেলায় আনন্দপুর ইউনিয়নের মাইজগ্রামে।

এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে পরশুরাম মডেল থানায় দুজনকে আসামি করে একটি মামলা করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ দুপুরে ফারুক ও আজমর সিএনজিচালিত অটোরিকশা নিয়ে পরশুরাম পৌরসভার একটি মাদ্রাসার পাশে অপেক্ষা করছিলেন। বেলা দেড়টার দিকে মাদ্রাসা ছুটি হয়। দশম শ্রেণির এক ছাত্রী ওই অটোরিকশার পাশ দিয়ে হেঁটে বাড়ির দিকে যাচ্ছিল। এ সময় ওই দুজন ওই ছাত্রীকে জাপটে ধরে অটোরিকশায় ওঠানোর চেষ্টা চালান। এতে তাঁদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয় ও ছাত্রী চিৎকার শুরু করে। ছাত্রীর চিৎকারে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে আসেন। স্থানীয় লোকজন এ সময় ফারুক ও আজমরকে পিটুনি দিয়ে আটকে রাখেন। পরে দুজনকে পরশুরাম পৌরসভার মেয়র নিজাম উদ্দিন আহমেদের কাছে হস্তান্তর করা হয়। মেয়র পরশুরাম থানা-পুলিশের কাছে ওই দুজনকে সোপর্দ করেন।

পরশুরাম মডেল থানার পরিদর্শক (তদন্ত) মাহবুবুর রহমান মাদ্রাসাছাত্রীকে অপহরণের চেষ্টার অভিযোগে মামলা ও দুজনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।