মানবিকতা–দুর্ঘটনার বছর

বরিশালে আলোচিত ঘটনাগুলোর মধ্যে ছিল ধর্ষণের অভিযোগে চার শিশুকে গ্রেপ্তার ও বিসিসির সাবেক মেয়রের কারাদণ্ড।

  • করোনা মহামারির সময় ব্যক্তি, সামষ্টিক ও রাষ্ট্রীয় নানা উদ্যোগ প্রশংসার জন্ম দেয়।

  • বিনা মূল্যে অক্সিজেন ব্যাংক স্থাপনের মতো গুরুত্বপূর্ণ উদ্যোগ নেয় বাসদ।

নানা ঘটনায় আলোচিত ছিল ২০২০ সাল। বছরের শুরু থেকেই সবচেয়ে বেশি আলোচিত ছিল কোভিড-১৯ (করোনাভাইরাস)। মার্চের শুরুতে দেশে সংক্রমণ দেখা দিলে সারা দেশের মতো বরিশালেও আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরের বেশির ভাগ গল্পই ছিল লকডাউন, নিম্ন আয়ের মানুষের সংগ্রাম, প্রাণহানি আর অমানবিকতার পাশাপাশি কিছু মানবিকতার ঘটনা ঘিরে।

এর মধ্যে আছে বরিশালের বাকেরগঞ্জে ধর্ষণ মামলায় তিন শিশুকে গ্রেপ্তার এবং উচ্চ আদালতের আদেশে মুক্তি, উজিরপুরে অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় একজন মেজরসহ একই পরিবারের পাঁচজনের মৃত্যু, বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র আহসান হাবিবের দুর্নীতি মামলায় সাত বছর কারাদণ্ড, বরগুনায় ঈদের দিন বিকেলে প্রকাশ্যে পিটিয়ে হৃদয় নামের এক কিশোরকে হত্যা, বানারীপাড়ায় এক শিশুকে ধর্ষণের পর হত্যা করে লাশ পানিতে ফেলে গুমের চেষ্টাসহ বেশ কয়েকটি ঘটনা আলোচনার জন্ম দেয়।

বরগুনার গোলবুনিয়া পর্যটনকেন্দ্রে গত ২৫ মে ঈদের দিন বিকেলে স্থানীয় পর্যটনকেন্দ্র ঘুরতে গেলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করা হয় হৃদয় নামের এক কিশোরকে। হৃদয় বরগুনা টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট থেকে এসএসসি পরীক্ষা দিয়েছিল। প্রকাশ্যে পিটিয়ে হত্যার এ দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

গত ৯ সেপ্টেম্বর ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলায় মৃত নবজাতকের লাশ নিয়ে বাড়ি ফেরার পথে নবজাতকের বাবাসহ একই পরিবারের পাঁচ সদস্যের মর্মান্তিক মৃত্যু হয়। কাভার্ড ভ্যান, অ্যাম্বুলেন্স ও যাত্রীবাহী বাসের ত্রিমুখী সংঘর্ষে ওই পাঁচজনসহ অ্যাম্বুলেন্সের চালকও মারা যান।

বাকেরগঞ্জে গত ৪ অক্টোবর ছয় বছরের এক কন্যাশিশুকে ধর্ষণের অভিযোগ ওঠে। এই অভিযোগে শিশুটির বাবা বাদী হয়ে ৬ অক্টোবর বাকেরগঞ্জ থানায় মামলা করেন। মামলায় শিশুটির খেলার সঙ্গী চার শিশুকে আসামি করা হয়। মামলার পর ওই চার শিশুকে গ্রেপ্তার করে বাকেরগঞ্জ থানার পুলিশ। পরে তাদের আদালতে হাজির করা হলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ওই চার শিশুকে যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেন। ওই শিশুদের পুলিশ প্রিজন ভ্যানে করে সেখানে পাঠানো হয়।

গ্রেপ্তার চার শিশুর বিষয়ে গ্রেপ্তার হওয়ার রাতে উচ্চ আদালতের বিচারপতি মজিবুর রহমান ও মহিউদ্দিন শামীমের সমন্বয়ে গঠিত বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে একটি আদেশ দেন। ওই আদেশে বলা হয়, যশোরের জেলা প্রশাসককে যশোর পুলেরহাট শিশু উন্নয়ন কেন্দ্র থেকে ওই চার শিশুকে শীতাতপনিয়ন্ত্রিত মাইক্রোবাসে করে বৃহস্পতিবার রাতের মধ্যেই অভিভাবকদের কাছে পৌঁছে দিতে হবে। সেই সঙ্গে বরিশালের সংশ্লিষ্ট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে ১১ অক্টোবর উচ্চ আদালতে সশরীরে উপস্থিত হতে হবে।

গত ৯ নভেম্বর দুর্নীতির মামলায় বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) সাবেক মেয়র ও বিএনপির নেতা আহসান হাবিবসহ পাঁচজনকে সাত বছর করে কারাদণ্ড দেন আদালত। বরিশালের বিশেষ জজ আদালতের বিচারক মহসিন উল হক ওই রায় দেন। রায়ে সাবেক মেয়র কামাল ও জাকির হোসেন নামের এক ঠিকাদারকে কারাদণ্ডের পাশাপাশি এক কোটি টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।

ভালো উদ্যোগ

অনেক নেতিবাচক ঘটনার মধ্যেও করোনা মহামারির সময় ব্যক্তিগত, সামষ্টিক ও রাষ্ট্রীয় নানা উদ্যোগ প্রশংসার জন্ম দেয়। করোনাকালে সংক্রমিত রোগীদের চিকিৎসা, মৃত্যুবরণকারীদের দাফন করার মতো কাজ ছিল মানবতার অনন্য দৃষ্টান্ত।

করোনাকালে বরিশাল নগর এবং বিভাগের বিভিন্ন জেলায় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনের কর্মকর্তারা জীবনের ঝুঁকি নিয়ে অসহায়, দুস্থ মানুষের জন্য খাদ্যসহায়তা দেন। করোনা সংক্রমণের শুরুতে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে একজনমাত্র মেডিকেল টেকনোলজিস্ট হিসেবে বিভূতিভূষণ হালদার টানা আড়াই মাস করোনার নমুনা সংগ্রহ করে দৃষ্টান্ত স্থাপন করেন। একই সঙ্গে বরগুনা জেনারেল হাসপাতালের মেডিসিন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক কামরুল আজাদ একাই করোনায় আক্রান্ত রোগীদের সেবা দিয়ে স্বাস্থ্য বিভাগের ভাবমূর্তি উজ্জ্বল করেন।

বরিশাল নগরে করোনায় কাজ হারানো অসহায় মানুষের জন্য খাদ্যসহায়তা, বিনা মূল্যে অ্যাম্বুলেন্স সেবা, মানবতার বাজারে বিনা মূল্যে নিত্যপণ্য সরবরাহ, লকডাউন হওয়া বাড়িগুলোতে রান্না করা খাদ্য, আক্রান্তদের বাড়িতে ওষুধ পৌঁছে দেওয়া, বিনা মূল্যে অক্সিজেন ব্যাংক স্থাপনের মতো অনেক গুরুত্বপূর্ণ উদ্যোগ নেয় বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ)। বরগুনায় অসহায় মানুষের কাছে প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেয় ‘হোপ বরগুনা’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। তরুণ উদ্যোক্তা রাকিবুল ইসলামের এই উদ্যোগ বরগুনাসহ আশপাশের জেলাগুলোতে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে।