মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণের অভিযোগ

ধর্ষণ
প্রতীকী ছবি

নরসিংদীর মাধবদী উপজেলায় মানসিকভাবে ভারসাম্যহীন এক নারীকে গতকাল মঙ্গলবার ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় একজনকে আসামি করে রাতেই মামলা হয়েছে। আজ বুধবার জেলা সদর হাসপাতালে মেয়েটির স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে।

ওই আসামি হলেন মো. সোলায়মান (৩৫)। তিনি ওই উপজেলার একটি গ্রামের বাসিন্দা। তিনি পলাতক বলে জানিয়েছে পুলিশ।

সোলায়মান পলাতক। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
ইউসুফ আহম্মেদ, এসআই, পাঁচদোনা পুলিশ ক্যাম্প

পুলিশ ও ওই নারীর স্বজনেরা জানান, ওই নারী দুই দিন আগে ডাক্তার দেখানোর জন্য আত্মীয়ের বাড়িতে আসেন। মানসিকভাবে ভারসাম্যহীন হওয়ায় প্রায়ই এক জায়গা থেকে অন্য জায়গার চলে যান তিনি। তাই তাঁকে সব সময় চোখে চোখে রাখতে হয়। মঙ্গলবার বিকেলে তাঁকে ঘরে না পেয়ে চারপাশে খোঁজাখুঁজি শুরু করেন বাড়ির লোকজন। একপর্যায়ে গোয়ালঘরে সোলায়মানের সঙ্গে তাঁকে খুঁজে পান লোকজন। এ সময় সোলায়মান পালিয়ে যান। পরে ওই নারী জানান, সোলায়মান তাঁকে ধর্ষণ করেছেন।

জানতে চাইলে পাঁচদোনা পুলিশ ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) ইউসুফ আহম্মেদ বলেন, এ ঘটনায় মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে মাধবদী থানায় মামলা হয়েছে। সোলায়মান পলাতক। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।