মানিকগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপিপন্থীদের জয়

মানিকগঞ্জ জেলার ম্যাপ

মানিকগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি-সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থীরা সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন। মোট ১৫টি পদের মধ্যে সভাপতি, সহসভাপতি, সাধারণ সম্পাদকসহ মোট ১১টি পদে জয় পান ফোরামের প্রার্থীরা। অপর দিকে সহসাধারণ সম্পাদক, অর্থ সম্পাদক ও দুটি সদস্য পদ মিলে মোট চারটি পদে জয় পেয়েছেন আওয়ামী লীগ-সমর্থিত সম্মিলিত সমন্বয় পরিষদের প্রার্থীরা।

নির্বাচনে বিএনপি-সমর্থিত প্যানেলে সভাপতি পদে মো. মেজবাউল হক, সহসভাপতি পদে মহিউদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক পদে মো. আক্তারুজ্জামান লিটন, পাঠাগার সম্পাদক মো. আনোয়ার হোসেন মোল্লা, ক্রীড়া সম্পাদক পদে আবদুল আলিম খান, হিসাব নিরীক্ষক দুটি পদে মোহাম্মদ ফারুক মোল্লা ও মো. শফিকুল ইসলাম বিজয়ী হন। এ ছাড়া এই প্যানেলে সদস্য পদে মো. সাইফুল ইসলাম, আজিজুল হক ও মোহাম্মদ রকিবুর রহমান বিজয়ী হয়েছেন।

এ দিকে আওয়ামী লীগ-সমর্থিত প্যানেলে সহসাধারণ পদে জাহিদ আলী আহমেদ, অর্থ সম্পাদক পদে মো. আবদুল আলীম এবং সদস্য পদে খোরশেদ আলম ও রানা আহম্মেদ জয়ী হয়েছেন।

মেজবাউল হক ২৮০ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী বাদরুল ইসলাম খান পেয়েছেন ২৩৮ ভোট। মো. আক্তারুজ্জামান লিটন ২৮৫ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন এবং তাঁর প্রতিদ্বন্দ্বী মো. লুৎফর রহমান পান ২২৭ ভোট।

গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলে। নির্বাচনে মোট ৫৫৫ জন ভোটারের মধ্যে ৫২২ জন ভোট দেন। দিবাগত রাত তিনটায় নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার জেলা বারের জ্যেষ্ঠ আইনজীবী আজিজ উল্লাহ। নির্বাচন পরিচালনায় সহযোগিতা করেন নির্বাচন কমিশনার জ্যেষ্ঠ আইনজীবী তমিজ উদ্দিন ও আবদুল রাজ্জাক।