মানিকগঞ্জে জ্বর-শ্বাসকষ্টে যুবকের মৃত্যু

ওই যুবক গত বুধবার জ্বর, সর্দি ও শ্বাসকষ্ট নিয়ে মানিকগঞ্জ জেনারেল হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় তিনি রোববার রাতে মারা যান।

মানিকগঞ্জ

মানিকগঞ্জে করোনার সংক্রমণের উপসর্গ জ্বর, সর্দি ও শ্বাসকষ্ট নিয়ে এক যুবক মারা গেছেন। মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় রোববার তিনি মারা যান। এ নিয়ে জেলায় করোনার সংক্রমণের উপসর্গে মারা গেলেন ১৬ জন।

রোববার রাতে মানিকগঞ্জ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক আরশাদ উল্লাহ প্রথম আলোকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন।

জেলা করোনা প্রতিরোধ কমিটি সূত্রে জানা গেছে, গত বুধবার জ্বর, সর্দি ও শ্বাসকষ্ট নিয়ে ওই যুবক জেনারেল হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় তিনি রোববার রাত আটটার দিকে মারা যান।

মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ভাস্কর সাহা বলেন, স্বজন ও এলাকাবাসী এগিয়ে না আসায় পুলিশের কুইক রেসপন্স দলের সদস্যরা ওই যুবকের শেষকৃত্য সম্পন্ন করেন।

জেলা করোনা প্রতিরোধ কমিটি সূত্রে জানা গেছে, জেলায় ৪ এপ্রিল প্রথম কোভিড-১৯ রোগী শনাক্ত হয়। এ পর্যন্ত ৯ হাজার ২০৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাদের মধ্যে ১ হাজার ২১৮ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এ পর্যন্ত জেলায় ১৭ জন কোভিড-১৯ রোগীর মৃত্যু হয়েছে।