মানিকগঞ্জে বাস চলছে সীমিত, যাত্রীও কম

মানিকগঞ্জ জেলার অভ্যন্তরে সীমিত সংখ্যক বাস চলছে, যাত্রীও কম। আজ বুধবার বেলা ১১টার দিকে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায়
প্রথম আলো

সারা দেশের মতো মানিকগঞ্জেও আজ বৃহস্পতিবার সকাল থেকে জেলার ভেতরে গণপরিবহন চলাচল শুরু করেছে। তবে জেলার অভ্যন্তরে চলাচলকারী বাসের সংখ্যা সীমিত দেখা গেছে। এ ছাড়া এসব বাসে যাত্রীও দেখা গেছে কম। আজ সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকা-আরিচা মহাসড়ক জেলার ভেতরে কয়েকটি সড়কে এই চিত্র দেখা গেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে চলমান বিধিনিষেধ ১৬ মে পর্যন্ত বাড়িয়ে গতকাল বুধবার প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রজ্ঞাপনে বলা হয়, আন্তজেলা গণপরিবহন বন্ধ থাকবে। তবে ৫ মের পর যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলা সাপেক্ষে জেলার ভেতরে গণপরিবহন চলাচল করতে পারবে। তবে ট্রেন ও লঞ্চ চলাচল আগের মতোই বন্ধ থাকবে।

আজ বেলা ১১টার দিকে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় দেখা যায়, সীমিতসংখ্যক শুভযাত্রা পরিবহন, যাত্রীসেবা, নিউ ভিলেজ লাইনসহ কয়েকটি পরিবহনের বাস চলাচল করছে। চালকের সহকারীরা নিজ নিজ বাসে যাত্রীদের ডাকছেন। কয়েকজন বাসমালিক ও শ্রমিক বলেন, জেলার ভেতরে চলাচলকারী যাত্রীদের সংখ্যা কম। এই পরিস্থিতিতে তেলের খরচ, চালক, সুপারভাইজার ও সহকারীর প্রতিদিনের বেতনের টাকা ওঠানোই হিমশিম অবস্থা। এ কারণে মালিকদের কেউ কেউ রাস্তায় গাড়ি নামাতে চাচ্ছেন না।

জেলার ভেতরে বাসে চলাচলকারী যাত্রী কম। এই পরিস্থিতিতে আয়ের চেয়ে ব্যয় বেশি হওয়ায় অনেক মালিক গাড়ি বের করেননি।

শুভযাত্রা পরিবহনের একটি বাসের চালক হাফিজ উদ্দিন বলেন, ‘আমরা মানিকগঞ্জ থেকে গুলিস্তানে গাড়ি চালাই। এই রুটে যাত্রীও বেশি। তবে এহন তো আর সরাসরি ঢাকায় যাত্রী পরিবহন সম্ভব না। জেলার ভেতরে বাসে চলাচলকারী যাত্রী কম। এই পরিস্থিতিতে আয়ের চেয়ে ব্যয় বেশি হওয়ায় মালিক গাড়ি বের করেন নাই।’

মানিকগঞ্জ বাস-মিনিবাস-মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি জাহিদুল ইসলাম বলেন, জেলায় যাঁরা বাসমালিক রয়েছেন, শুধু তাঁদের বাসই চলাচলের ব্যবস্থা করা হয়েছে। বাইরের মালিকের বাস জেলার অভ্যন্তরে চলাচলে নিষেধ করা হয়েছে। এরপরও অধিকাংশ মালিকেরা রাস্তায় গাড়ি নামাচ্ছেন না। কারণ, যাত্রী কম হওয়ায় তাঁদের পরিচালনা ব্যয়ই ওঠানো কষ্টকর। এ কারণে রাস্তায় বাসও কম।

এদিকে সরকারি নির্দেশনা বাস্তবায়নে ঢাকা-আরিচা মহাসড়কের বিভিন্ন স্থানে দায়িত্ব পালন করছে পুলিশ। মানিকগঞ্জ বাসস্ট্যান্ডসহ জেলার গোলড়া বাসস্ট্যান্ড ও সিঙ্গাইরের ধল্লা এলাকা, ঢাকার ধামরাইয়ের বারবাড়িয়া বাসস্ট্যান্ড এলাকায় পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন। তাঁরা অন্য জেলার গাড়ি মানিকগঞ্জে আসতে বা মানিকগঞ্জ থেকে অন্য জেলায় যাত্রী পরিবহন বন্ধে কাজ করছেন।

পুলিশ সুপার রিফাত রহমান বলেন, প্রজ্ঞাপন অনুযায়ী সরকারি নির্দেশনা বাস্তবায়ন করতে পুলিশ মাঠে কাজ করছে। স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহনগুলোতে যাত্রী পরিবহনে নির্দেশনা দেওয়া হয়েছে।