চীনা ভ্যাকসিনের ট্রায়াল শিগগিরই হবে

দেশে খুব শিগগির চীনের করোনাভাইরাসের (কোভিড-১৯) টিকার ট্রায়াল শুরু হবে। এ কথা জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) এ বি এম খুরশিদ আলম। তিনি বলেন, যাঁরা স্বপ্রণোদিত হয়ে এগিয়ে আসবেন, শুধু তাঁদেরই এই টিকা ট্রায়াল কার্যক্রমে সম্পৃক্ত করা হবে।

সোমবার দুপুরে মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের মিলনায়তনে আয়োজিত এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন ডিজি। পরে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

কর্মশালাটি ছিল মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২০ এবং মুজিব শতবর্ষ উপলক্ষে পুষ্টি মাসে মাতৃদুগ্ধ বিকল্প আইন-২০১৩ ও বিধি ২০১৭ অবহিতকরণ এবং মনিটরিং নিয়ে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের পরিচালক চিকিৎসক মোশাররফ হোসেন দেওয়ান, কর্নেল মালেক সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ আক্তারুজ্জামান, জেলা সিভিল সার্জন আনোয়ারুল আমিন আখন্দ, মানিকগঞ্জ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক আরশ্বাদ উল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ভাস্কর সাহা, মানিকগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা লুৎফর রহমান প্রমুখ।