মানিকছড়িতে বাস খাদে পড়ে যুবক নিহত, আহত ১০

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় সড়ক থেকে যাত্রীবাহী গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন। আজ রোববার বেলা ১১টার দিকে উপজেলার ওসমানপল্লী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওই যুবকের নাম আবদুল সাত্তার (৩২)। তিনি মানিকছড়ি গুচ্ছ গ্রামের মৃত রফিক মিয়ার ছেলে। আহত ব্যক্তিদের মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রাথমিকভাবে তাঁদের পরিচয় জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল আটটার দিকে চট্টগ্রাম থেকে খাগড়াছড়ির উদ্দেশে যাত্রীবাহী বাসটি ছেড়ে আসে। বেলা ১১টার দিকে বাসটি মানিকছড়ি ওসমানপল্লী মসজিদসংলগ্ন এলাকায় সড়কে একটি ট্রাককে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। পরে স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে পুলিশকে খবর দেয়।
প্রত্যক্ষদর্শী মো. আনোয়ার হোসেন বলেন,‘ সকালে খেতে কাজ করছিলাম। হঠাৎ চিৎকার শুনে দৌড়ে গিয়ে দেখি, রাস্তা থেকে প্রায় ১৫০ ফুট নিচে বাস পড়ে আছে।’  

মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন বলেন, আহত ব্যক্তিদের উদ্ধার করে মানিকছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহত ব্যক্তির লাশ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।